দু’বছর বিদেশী পর্যটকদের জন্য অস্ট্রেলিয়ার দুয়ার খুলছে

4

কাজিরবাজার ডেস্ক :
দুই বছর পর আন্তর্জাতিক পর্যটকদের জন্য দুয়ার খুলছে অস্ট্রেলিয়া। পর্যটকদের আমন্ত্রণ জানাতে ইতোমধ্যেই প্রস্তুতি নিয়েছে দেশটি। যদিও এর মধ্যেই শনিবার দেশটিতে ৪৩ জন করোনায় মারা গেছে। এদিকে বিশ্বজুড়ে করোনা আক্রান্ত হয়েছে, ৪২ কোটি ২৬ লাখ ১৩ হাজার ৯৭০ জন। মৃত্যু হয়েছে, ৫৮ লাখ ৯৫ হাজার ১৩৯ জনের। মোট সুস্থ হয়েছে, ৩৪ কোটি ৭২ লাখ ৫৮ হাজার ৭৭ জন।
২০২০ সালের মার্চ থেকেই নিজেদের সীমান্ত বন্ধ রেখেছিল অস্ট্রেলিয়া। এরপর গত নবেম্বর থেকে ধীরে ধীরে সব চালু করতে শুরু করে কর্তৃপক্ষ। এরই অংশ হিসেবে আন্তর্জাতিক শিক্ষার্থী এবং শ্রমিকদের প্রবেশের অনুমতি দেয়া হয়। এবার পর্যটকরাও দেশটিতে ভ্রমণের অনুমতি পাচ্ছেন। জিরো কোভিড নীতি অনুসরণ করে করোনা সংক্রমণের গতি অনেকটাই রোধ করতে পেরেছে অস্ট্রেলিয়া। কিন্তু পরবর্তীতে করোনা নিয়েই বেঁচে থাকার কৌশল রপ্ত করেছে তারা দেশটিতে গণহারে টিকা দেয়ার কারণে গুরুতর সংক্রমণ এবং হাসপাতালে ভর্তির হার কমতে শুরু করে। পশ্চিম অস্ট্রেলিয়ায় কঠোরভাবে সীমান্ত নিয়ন্ত্রণ করা হয়েছিল। প্রায় ৭শ’ দিন সীমান্তে বিধিনিষেধ ছিল। কিন্তু এবার সেখানকার প্রশাসন সিদ্ধান্ত নিয়েছে যে, তারা ওমিক্রনের প্রাদুর্ভাবের সঙ্গে খাপ খাইয়ে নিতে পারবে। যারা টিকার তিন ডোজ নিয়েছেন সেসব ভ্রমণকারীদের জন্য সীমান্ত খুলে দিচ্ছে তারা।