জগন্নাথপুরে দুই পক্ষের বিরোধ নিষ্পত্তিতে এলাকায় স্বস্তি

13

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে দুই পক্ষের বিরোধ নিস্পত্তি হওয়ায় এলাকায় স্বস্তি বিরাজ করছে।
জানা গেছে, গত প্রায় এক মাস আগে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের মজিদপুর গ্রামের ফুটবল খেলার মাঠে মাটি ভরাট নিয়ে মজিদপুর গ্রামের প্রবাসী আবদুর রশিদ ও সিরাজ মিয়ার লোকজনের মধ্যে বিরোধ ও উত্তেজনা দেখা দেয়। এ নিয়ে উভয় পক্ষের মধ্যে ৫টি মামলা চলছে। এতে আসামী করা হয় অনেককে। এ দুই পক্ষের বিরোধের কারণে গ্রামে রীতিমতো অশান্তির সৃষ্টি হয়।
অবশেষে নাদামপুর গ্রামের যুক্তরাজ্য প্রবাসী ও বিশিষ্ট সমাজসেবক হাজী সিরাজ মিয়ার প্রাণপন প্রচেষ্টায় ও জগন্নাথপুর থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানের আন্তরিকতায় ১৮ ফেব্রুয়ারি শুক্রবার রাত ৮ টার দিকে থানা ভবনে উভয় পক্ষের সম্মতিতে দুই পক্ষের দীর্ঘদিনের বিরোধ আপোষে নিস্পত্তি হয়েছে। এতে সহযোগিতা করেন থানার এসআই আবদুস ছত্তার। এ সময় বিরোধ নিস্পত্তির উদ্যোক্তা প্রবাসী হাজী সিরাজ মিয়া এবং প্রবাসী আবদুর রশিদ ও সিরাজ মিয়া সহ উভয় পক্ষের লোকজন উপস্থিত ছিলেন। বিষয়টি নিস্পত্তি হওয়ার পর তারা উভয় পক্ষের মধ্যে শান্তি ফিরে এসেছে।