সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের অপরাধে ১৪ মামলা ও সাড়ে ২২ হাজার টাকা জরিমানা

4

অবৈধ পার্কিং ও ফুটপাত দখলের অপরাধে সিসিকের ভ্রাম্যমান আদালত ১৪ ব্যক্তির বিরুদ্ধে মামলা করেছেন। জরিমানা করেছেন ২২ হাজার ৫ শত টাকা।
সোমবার (৭ ফেব্রুয়ারি) সিলেট মহানগরীর বন্দরবাজার ও জিন্দাবাজার এলাকায় সিলেট সিটি কর্পোরেশনের ভ্রাম্যমান আদালত অভিযান পরিচালনা করেন।
সিলেট সিটি কর্পোরেশনের রাজস্ব কর্মকর্তা ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. মতিউর রহমান খান এবং এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়ের ভ্রাম্যামান আদালত ফুটপাতে পন্য পসরা সাজিয়ে জনচলাচলে বাধা এবং সড়কে বেআইনিভাবে গাড়ি পার্কিং করে যান চলাচলে বিঘ্ন ঘটানোর অপরাধে ১৪ জন ব্যক্তির বিরুদ্ধে মামলা করেন। এ সময় তাদেরকে ২২ হাজার ৫শত টাকা জরিমানা করেন ভ্রাম্যমান আদালত।
ভ্রাম্যমান আদালতের অভিযানে ফুটপাত দখলমুক্ত ও সড়কে গাড়ি পার্কিং বন্ধে সচেতনতামূলক প্রচারনা করা হয়।
অভিযানে সিলেট মেট্রোপলিটন পুলিশের একটি দল ও সিসিকের সংশ্লিষ্ট শাখার কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি