লিডিং ইউনিভার্সিটির সাথে সিলেট চেম্বার অব কমার্সের সমঝোতা চুক্তি স্বাক্ষর ॥ সিলেট অঞ্চলে শিক্ষা, গবেষণা, প্রযুক্তিগত উন্নয়নে একত্রে কাজ করার অঙ্গীকার

2

৬ ফেব্রুয়ারি রবিবার চেম্বার কার্যালয়ে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি ও লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্ল্যানিং (সিআরআইএসপি) এর মধ্যে এক সমঝোতা চুক্তি স্বাক্ষরিত হয়। উক্ত চুক্তির আওতায় সিলেট অঞ্চল তথা বাংলাদেশের উত্তর-পূর্বাঞ্চলে শিক্ষা, গবেষণা, প্রশিক্ষণ, প্রযুক্তিগত উন্নয়ন, পরামর্শ সেবা, কর্মসংস্থান সৃষ্টি এবং ব্যবসা-বাণিজ্যের উন্নয়নে সিলেট চেম্বার অব কমার্স ও লিডিং ইউনিভার্সিটি একযোগে কাজ করে যাবে। সভায় সিলেট চেম্বার অব কমার্সের সভাপতি ও এফবিসিসিআই এর পরিচালক তাহমিন আহমদ বলেন, লিডিং ইউনিভার্সিটি সিলেট বিভাগের প্রথম সারির একটি বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে সুপরিচিত। সিলেটে উচ্চ শিক্ষার বিস্তারে এ বিশ্ববিদ্যালয়ের গুরুত্বপূর্ণ অবদান রয়েছে। তিনি সিলেটের উন্নয়নে এ অঞ্চলের জন্য উপযোগী অর্থনৈতিক ও উৎপাদনশীল খাতসমূহ নিয়ে লিডিং ইউনিভার্সিটির বিভিন্ন ডিপার্টমেন্টের গবেষণাকর্মগুলো সিলেট চেম্বার অব কমার্সের সাথে বিনিময়ের আহবান জানান। এছাড়াও পর্যটন, চা শিল্প, টেক্সটাইল সহ সিলেটের জন্য সম্ভাবনাময় খাতসমূহ নিয়ে নতুন নতুন গবেষণাকর্ম পরিচালনার অনুরোধ জানান। তিনি বেকারত্ব দূরীকরণ ও সিলেটের তরুণ সমাজকে কাজে লাগাতে লিডিং ইউনিভার্সিটির উদ্যোগে বিভিন্ন সেক্টরভিত্তিক প্রশিক্ষণ কর্মশালা আয়োজনের আহবান জানান।
লিডিং ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্ল্যানিং (সিআরআইএসপি) এর এডভাইজার প্রফেসর ড. বশির আহমদ ভূঁইয়া সমঝোতা চুক্তি স্বাক্ষরের জন্য সিলেট চেম্বারকে ধন্যবাদ জানিয়ে বলেন, পারস্পরিক সহযোগিতার মাধ্যমে সিলেটের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে লিডিং ইউনিভার্সিটির গবেষণাগুলোকে কাজে লাগাতে আমরা এই সমঝোতা চুক্তি স্বাক্ষরে এগিয়ে এসেছি। আমরা আশাবাদী ভবিষ্যতে যৌথভাবে কাজ করার মাধ্যমে সিলেটের শিক্ষা, গবেষণা, শিল্প, প্রযুক্তিগত উন্নয়ন, কর্মসংস্থান সৃষ্টি, পর্যটন ইত্যাদি খাতে আমরা সিলেটকে এগিয়ে নিতে পারবো।
অনুষ্ঠানে দি সিলেট চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি’ পক্ষে সভাপতি তাহমিন আহমদ এবং লিডিং ইউনিভার্সিটির পক্ষে সমঝোতা চুক্তিতে স্বাক্ষর করেন ইউনিভার্সিটির সেন্টার ফর রিসার্চ, ইনোভেটিভ স্টাডিজ এন্ড প্ল্যানিং (সিআরআইএসপি) এর এডভাইজার প্রফেসর ড. বশির আহমদ ভূঁইয়া। এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন সিলেট চেম্বারের সিনিয়র সহ সভাপতি ফালাহ উদ্দিন আলী আহমদ, পরিচালক জহিরুল কবির চৌধুরী শিরু, দেবাংশু দাস, লিডিং ইউনিভার্সিটির আইকিউএসি’র পরিচালক ড. মোঃ রেজাউল করিম, সিআরআইএসপি’র ডাইরেক্টর- রিসার্চ ও পাবলিকেশন ইঞ্জিঃ মোঃ আমিনুল হক, সহকারী পরিচালক লরা এলিসিয়া রোচা, সিলেট চেম্বারের সচিব মোঃ গোলাম আক্তার ফারুক, যুগ্ম সচিব নূরানী জাহান কলি, সহকারী সচিব সানু উদ্দিন রুবেল, এক্সিকিউটিভ অফিসার মোঃ শাহ্ আলম রাফি প্রমুখ। বিজ্ঞপ্তি