সরস্বতী পূজা কাল

12

কাজিরবাজার ডেস্ক :
হিন্দু ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান ধর্মীয় উৎসব সরস্বতী পূজা। শাস্ত্রীয় বিধান অনুসারে, মাঘ মাসের শুক্লাপঞ্চমী তিথিতে সরস্বতী পূজা হয়। এ তিথি বসন্ত পঞ্চমী নামেও পরিচিত। ভারত, নেপাল ও বাংলাদেশে বর্ণাঢ্য আয়োজনের মধ্যে দিয়ে বিদ্যা ও শিল্পকলার দেবী সরস্বতীর পূজা হয়ে থাকে। বাংলা পঞ্জিকা অনুসারে আগামীকাল শনিবার (২২ মাঘ) সরস্বতী পূজার তারিখ পড়েছে।
শনিবার (৫ ফেব্রুয়ারি) সকাল ৭টা ৭ মিনিটে শুরু হবে পঞ্চমী তিথি। পরদিন রোববার সকাল ৭টা ৯ মিনিটে পূজার তিথি সমাপ্ত হবে।
এদিন সকালে বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ছাত্রছাত্রীদের বাসা ও পূজামণ্ডপে সরস্বতী পূজা হবে। ধর্মপ্রাণ হিন্দু পরিবারে এদিন শিশুদের হাতেখড়ি ও ব্রাহ্মণভোজন হবে।
সরস্বতী পূজার দিন সন্ধ্যায় শিক্ষাপ্রতিষ্ঠান এবং সর্বজনীন পূজামণ্ডপে সাংস্কৃতিক অনুষ্ঠান হয়ে থাকে। তবে, করোনার কারণে স্কুল-কলেজ বন্ধ থাকায় এ বছর সেসব আয়োজন থাকছে না। পূজামণ্ডপে সীমিত আকারে এবং স্বাস্থ্যবিধি মেনে সব আনুষ্ঠানিকতা পালন করা হবে বলে জানিয়েছেন বাংলাদেশ পূজা পরিষদের সাধারণ সম্পাদক নির্মল কুমার চ্যাটার্জী।