ইলিয়াছ হোসেন

3

গাঁ যেনো এখন উপশহর :

গাঁয়ের পিচঢালা পথে হেঁটে পথিক
মেঠোপথ খোঁজে আনমনে,
পথিক তুমি আর খুঁজো না মেঠোপথ
তাহলে শুধু কষ্টই পাবে।

কাকে ভাবছো তুমি-
মেঠোপথের গাঁ
অরণ্যে ঘেরা গাঁ
কাঁচা বাড়ির গাঁ।

তুমি কি দেখছো না?
চারদিকে ছড়িয়ে আছে পিচঢালা পথ
পাকা বাড়ি ঠাঁয় দাঁড়িয়ে আছে
আনাচে কানাচে,

আজ পাখ পাখালির মনে নেই সুখ
গাঁ থেকে হারিয়ে গেছে অরণ্য
কোথায় বাঁধবে তারা নীড়?
কোথায় নিবে একটু বিশ্রাম?

কিশোর কিশোরীর মনে নেই চঞ্চলতা,
হারিয়ে গেছে খেলার মাঠ
হারিয়ে গেছে বৌছি কানামাছি
হারিয়ে গেছে দাঁড়িয়াবান্দা গোল্লাছুট
গাঁ যেনো এখন উপশহর।