বাংলাদেশ এখন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার দ্বারপ্রান্তে – বিভাগীয় কমিশনার

5
সিলেট জেলা তথ্য অফিসের ব্যবস্থাপনায় পিটিআই হলরুমে মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণ জয়ন্তী উদযাপন উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন।

বাংলাদেশ এখন জাতির পিতার স্বপ্নের সোনার বাংলার দ্বারপ্রান্তে বলে মন্তব্য করেছেন সিলেট বিভাগের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। তিনি ৩০ ডিসেম্বর সকাল ১০টায় সিলেট পিটিআই হলরুমে সিলেট বিভাগীয় তথ্য অফিস আয়োজিত মহান বিজয় দিবস-২০২১ ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে একথা বলেন। পিটিআই সিলেটের সুপারিনটেনডেন্ট হুমায়ুন কবীর এর সভাপতিত্বে অনুষ্ঠিত আলোচনাসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন-ডা: হিমাংশু লাল রায় পরিচালক (স্বাস্থ্য), সিলেট বিভাগ ও সিলেট জেলা প্রেসক্লাব সভাপতি আল আজাদ। শুরুতে স্বাগত বক্তব্য রাখেন-সিলেট বিভাগীয় তথ্য অফিসের পরিচালক (রু.দা.) উজ্জ্বল শীল। বক্তারা মহান বিজয় দিবস ও স্বাধীনতার সুবর্ণজয়ন্তীর বিভিন্ন দিক তুলে ধরে বক্তব্য উপস্থাপন করেন। প্রধান অতিথির বক্তব্যে বিভাগীয় কমিশনার আরও বলেন-জাতির পিতা বঙ্গবন্ধু দেশকে ভালোবেসে ছিলেন ভালোবেসেছিলেন দেশের মানুষকে। সেজন্যই তিনি একটি স্বাধীন দেশের স্বপ্ন দেখতেন স্বপ্ন দেখতেন সুখী সমৃদ্ধ বাংলাদেশের। তিনি বলেন-জাতি বর্ণ ধর্ম নির্বিশেষে সকলকে একসাথে কাজ করতে হবে, তবেই জাতির পিতার স্বপ্নের সোনার বাংলা প্রতিষ্ঠা করা সম্ভব। সকল ক্ষেত্রে সরকারের অভূতপূর্ব উন্নয়নের চিত্র তুলে ধরে তিনি বলেন জাতির পিতার সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার দুরদর্শী নেতৃত্বে বাস্তবায়িত উন্নয়ন কর্মকান্ড এখন দৃশ্যমান। সরকারের সকল প্রকার উন্নয়ন কর্মকান্ডে সকলকে সহযোগিতার আহ্বান জানান বিভাগীয় কমিশনার। সিলেট জেলা তথ্য অফিসের উচ্চমান সহকারী মোঃ লেবাছ উদ্দিন এর সঞ্চালনায় অনুষ্ঠিত আলোচনা সভায় শিক্ষক-শিক্ষিকা, সাংবাদিক, সরকারী কর্মকর্তাগণ অংশগ্রহণ করেন। অনুষ্ঠানের শেষ পর্যায়ে সিলেটের বিশিষ্ট শিল্পীদের পরিবেশনায় অনুষ্ঠিত হয় সঙ্গীতানুষ্ঠান। বিজ্ঞপ্তি