শিশির ভেজা ঘাস

17

মো: মিনহাজ :

বলতে চেয়েও না বলার ঘোর অবকাশ
শীতল শিতে বিন্দু বিন্দু শিশির ভেজা ঘাস।
কনকনে ঠান্ডা, কুয়াশাচ্ছন্ন আকাশ
দূরে তাকিয়ে অদূরে দেখি শিশির ভেজা ঘাস।

গাছে ঘেরা, মাছে সেরা বাংলা মোর জানি
পৃথিবী সেরা, জগত জোড়া বাংলা মায়ের বানী।
বাংলায় অমৃত সুধা, প্রকৃতি তাহার দান
বাংলাই শ্রুতি মধুর, বাংলা আমার প্রাণ।