নাবির ফাউন্ডেশনের উদ্যোগে গরীব ও এতিম শিশুদের খাবার বিতরণ

4

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
আর্ত-সামজিক কল্যাণে প্রতিষ্ঠিত নাবির ফাউন্ডেশনের উদ্যোগে ওসমানীনগর উপজেলার সদুরগাঁও বড় ধিরারাই ও আতাপুর জামেয়া ইসলামিয়া মিফতাহুল উলুম মাদ্রাসার কয়েক শতাধিক গরীব ও এতিম কোমলমতি শিক্ষার্থীদের উন্নতমানের খাবার বিতরণ করা হয়েছে।
বৃহস্পতিবার খাবার বিতরণ উপলক্ষে মাদ্রাসা প্রাঙ্গণে সংক্ষিপ্ত আলোচনাসভা অনুষ্ঠিত হয়। এতে বক্তব্য রাখেন, নাবির ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ ফরিদ নাবির। বক্তব্য রাখেন নাবির ফাউন্ডেশনের বাংলাদেশ এর পরিচালক দিলোয়ার হোসেন, সিদ্দিকুর রহমান তালুকদার, মাদ্রাসার শিক্ষা সচিব মুফতি জয়নুল আবেদীন প্রমুখ। এ সময় মাদ্রাসার শিক্ষক মাওলানা জালাল উদ্দিন, মাওলানা শায়খুল ইসলাম, মাওলানা আবদুর রহিম, মাওলানা মিজানুর রহমান সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। এর আগে মাদ্রাসা মসজিদে দোয়া পরিচালনা করেন মুহতামিম মাওলানা ফিরোজ আলী। সভায় বক্তারা বলেন, নাবির ফাউন্ডেশনের উদ্যোগে দেশের বিভিন্ন স্থানে দরিদ্র পরিবারের মানুষকে বাসস্থান, টিউবওয়েল, মসজিদ, মাদ্রাসায় অনুদান প্রদান সহ বিভিন্ন জনকল্যাণ মূলক কাজ করা হচ্ছে। আগামীতেও তাদের কর্মকান্ড অব্যাহত রাখার আহবান জানানো হয়।