জীবন সঙ্গী

5

এম. এ. শিকদার :

ভালোবাসার পরশ মেখে
এলো সখা ঘরে,
কাজের মাঝে সারাক্ষণে
তাকে মনে পড়ে।

বেলা শেষে কর্ম করে
বাড়ি যখন আসি,
সখার মুখে পাই যে দেখতে
মিষ্টি মধুর হাসি।

তার’ই সাথে গল্প করে
কাটে সময় ভালো,
সারাদিনের কষ্টের শেষে
পাই যে সুখের আলো।

তার প্রেমেতে মত্ত হয়ে
কাটি বিলি চুলে,
প্রেম দরিয়ায় সাঁতার কেটে
যাই যে সবই ভুলে।

দুখের মাঝেও থাকি সুখে
শুধু সখার জন্য,
তার মত এই সঙ্গী পেয়ে
হলো জীবন ধন্য।