র‌্যাবের ভেজাল বিরোধী অভিযানে বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে ৩ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা

5

স্টাফ রিপোর্টার :
সিলেটের ৪ জেলার বিভিন্ন ব্যবসা-প্রতিষ্ঠানে ভেজাল বিরোধী পরিচালনা করে ৩ লক্ষ ৮৮ হাজার টাকা জরিমানা করেছে র‌্যাব-৯। গতকাল মঙ্গলবার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে তাদেরকে এ টাকা জরিমানা করা হয়। বিষয়টি নিশ্চিত করেছে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার মেজর মাহফুজুর রহমান।
সিলেট জেলা : গতকাল মঙ্গলবার সকাল ১১ টা হতে দুপুর ১টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সদর কোম্পানী (সিলেট ক্যাম্প) এর একটি আভিযানিক দল মেজর মাহফুজুর রহমান ও সিনিঃ এএসপি লুৎফুর রহমান এবং জনাব আমিরুল ইসলাম মাসুদ, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয় সিলেট এর নেতৃত্বে এসএমপি সিলেট এর কোতয়ালী থানার এলাকায় মোবাইল কোর্ট অভিযান পরিচালনা করে ৪ টি প্রতিষ্ঠান জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর আইনে সিটি হাট রেস্টুরেন্টকে ৫০ হাজার টাকা, পড়সী রেস্টুরেন্টকে ৭৫টাকা, পাকশী রেস্টুরেন্ট ৬০ হাজার টাকা ও হট ফুটকে ৪০ হাজার টাকাসহ সর্বমোট ২ লক্ষ ২৫ হাজার টাকা জরিমানা করা হয়।
হবিগঞ্জ জেলা : গতকাল মঙ্গলবাজার বেলা সাড়ে ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-১ কোম্পানী (হবিগঞ্জ ক্যাম্প) এর একটি আভিযানিক দল লেঃ কমান্ডার মোহাম্মদ নাহিদ হাসান ও দেবানন্দ সিনহা, সহকারি পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, হবিগঞ্জ এর নেতৃত্বে হবিগঞ্জ জেলার
বিভিন্ন থানাধীন এলাকায় অভিযান পরিচালনা করে মাধবপুর হোটেল হাইওয়ে ইন, স্বত্ত্বাধিকারী মোঃ ইফসুফ’কে ৫০ হাজার টাকা, মাধবপুর ফুড গ্যালারীর মানিক হোসেন’কে ১০ হাজার টাকা, মাধবপুর নয়াপাড়া হোটেল আল আমিনের ম্যানেজার মানিক লাল’কে ৩০ হাজার টাকা, বাহুবল পুটিজুরি বাশপাতা রেস্টুরেন্টের মালিক নাছির’কে ২৫ হাজার টাকাসহ সর্বমোট ১ লক্ষ ১৫ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়।
মৌলভীবাজার জেলা : গতকাল মঙ্গলবার বিকেল ৩টা হতে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত র‌্যাব-৯, সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্প এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা ও আল আমিন, সহকারী পরিচালক, জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর, মৌলভীবাজার এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করে ১টি বে-সরকারী হাসপাতালে ওষুধ মেয়াদ উত্তীর্ন এবং ১টি বেকারীতে অস্বাস্থ্যকর খাবার পরিবেশন করায় মোহাম্মদ আলীকে ১০ হাজার টাকা ও মোঃ জয়নালকে ২০ টাকা জরিমানাসহ সর্বমোট ৩০ হাজার টাকা আদায় করা হয়।
সুনামগঞ্জ জেলা : গতকাল মঙ্গলবার সকাল ১১টা হতে দুপুর ১টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিসি-৩, সুনামগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল লেঃ কমান্ডার সিঞ্চন আহমেদ ও মোঃ শফিকুল ইসলাম, সহকারি পরিচালক, জাতীয় ভোক্তাঅধিকার সংরক্ষণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সুনামগঞ্জ এর নেতৃত্বে সুনামগঞ্জ জেলার ছাতক থানার গোবিন্দগঞ্জ বাজার এলাকায় মেয়াদ উত্তীর্ণ, উচ্চ মূল্যে ও ভেজাল মিশ্রিত পণ্য বিক্রি সংক্রান্ত অভিযান পরিচালনা করে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৩৮, ৪৩, ৪৫, ৫১ ধারা মূলে বনফুল এন্ড কোংকে ৫ হাজার টাকা, নিউ ডায়না রেস্টুরেন্টকে ৬ হাজার টাকা, বিসমিল্লাহ রেস্টুরেন্টকে ১ হাজার টাকা ও জনসেবা ফার্মেসীকে ৬ হাজার টাকাসহ সর্বমোট ১৮ হাজার টাকা জরিমানা আদায় করে।