সুনামগঞ্জে সংস্কৃতিসেবীদেরকে ঋণ সহায়তা প্রদান করেছে বাউল কলিম শাহ শিল্পী সংঘ

6

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
সুনামগঞ্জে সংস্কৃতিসেবীদেরকে ঋণ সহায়তা প্রদান করেছে বাউল কলিম শাহ শিল্পী সংঘ। ৮ আগষ্ট রবিবার দিবাগত রাত ১১টায় সুনামগঞ্জ সদর উপজেলার মোল্লাপাড়া ইউনিয়নের উচারগাঁও গ্রামস্থ সংগঠনের কার্যালয়ে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে উপস্থিত আলোচক ও বাউল শিল্পীদের মাধ্যমে ঋণগ্রহীতাদের হাতে উক্ত ঋনের টাকা তুলে দেন কলিম শাহ বাউল সংঘের চেয়ারম্যান প্রবাসী গীতিকার ও নাট্যকার আবুল আজাদ।
এ উপলক্ষে আয়োজক সংগঠনের সহ সভাপতি আক্কল হোসেনের সভাপতিত্বে অনুষ্ঠিত এক আলোচনা সভায় বক্তব্য রাখেন জেলা বাউল কল্যাণ সমিতির সভাপতি বাউল শাহজাহান সিরাজ, বাউল কামাল পাশা সংস্কৃতি সংসদ এর আহবায়ক সাংবাদিক বাউল আল-হেলাল, বাউল সমিতির সাংগঠনিক সম্পাদক আব্দুল কাহার, অর্থ সম্পাদক বায়েজীদ হোসাইন, কলিম শাহ বাউল সংঘের উপদেষ্টা আব্দুল হান্নান, কোষাধ্যক্ষ আফরোজ মিয়াসহ সংগঠনের নেতাকর্মীরা।
এ সময় কলিম শাহ শিল্পী সংঘ এর সাংগঠনিক সম্পাদক কবির হোসেন, প্রচার সম্পাদক আব্দুল মনিক ভান্ডারী, সদস্য বাউল আতাবুল মিয়া, বাউল ছমির উদ্দিন, সোহেল মিয়া, সোহাগ মিয়া, বাউল জহুর উদ্দিন, পাপেল মিয়া ও মহিবুর রহমানসহ স্থানীয় বাউল শিল্পীরা উপস্থিত ছিলেন। সভায় সংগঠনের চেয়ারম্যান গীতিকার আবুল আজাদ এর ২টি গান পরিবেশন করার জন্য দেশের প্রখ্যাত বাউল আব্দুল লতিফ সরকারকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানানো হয়।