স্বাস্থ্যবিধি না মানায় নগরীতে ১২ ব্যক্তিকে সাড়ে ২০ হাজার টাকা জরিমানা

3

স্টাফ রিপোর্টার :
মহামারি করোনাভাইরাসে স্বাস্থ্যবিধি না মানায় সিলেটে ১২ ব্যক্তিকে ২০ হাজার ৬০০ টাকা জরিমানা করেছে র‌্যাব-৯ ও জেলা প্রশাসকের ভ্রাম্যমান আদালত। গত রবিবার যৌথ অভিযান চালিয়ে বিভিন্ন স্থানে তাদেরকে এ টাকা জরিমানা করা হয়।
র‌্যাব জানায়, ১১ জুলাই রবিবার বিকেল ৩টা হতে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার মোঃ আফসান আল আলম এবং মোঃ জসিম উদ্দিন, (সহকারী কমিশনার ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়), সিলেট এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহএসএমপি-সিলেট এর বিভিন্ন থানা এলাকায় স্বাস্থ্য বিধি সঠিকভাবে না মানায় সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ (১) ও দন্ড বিধি আইনের ১৮৬০ সনের ২৬৯ ধারা মোতাবেক অভিযান পরিচালনা করে ভূষন শংকর দাসকে ২ হাজার টাকা, লিটন দেবকে ৫০০ টাকা, নাঈনকে ৩ হাজার টাকা ও আব্দুল মুনতাকিনকে ৫ হাজার টাকাসহ সর্বমোট সাড়ে ১০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
এদিকে একই দিন দুপুর ১২টা হতে দুপুর দেড় টা পর্যন্ত র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন-৯, সিপিএসসি কোম্পানী (ইসলামপুর ক্যাম্প, সিলেট) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার মোঃ সামিউল আলম ও সহকারী পুলিশ সুপার মোঃ আফসান আল আলম এবং শবনম শারমীন, সহকারী কমিশনার (ভূমি) ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জেলা প্রশাসকের কার্যালয়), সিলেট এর নেতৃত্বে সঙ্গীয় ফোর্স সহ এসএমপি-সিলেট এর বিভিন্ন থানা এলাকায় স্বাস্থ্য বিধি সঠিক ভাবে না মানায় সংক্রমণ রোগ প্রতিরোধ নিয়ন্ত্রণ ও নির্মূল আইন ২০১৮ এর ২৫ (১) ও দন্ড বিধি আইনের ১৮৬০ সনের ২৬৯ ধারা মোতাবেক অভিযান পরিচালনা করে প্রবালকে ২০০ টাকা, আক্তার হোসেনকে ২০০ টাকা, সেবুল আহমদকে ৫০০ টাকা, আলীয়া প্লাস্টিককে ২ হাজার টাকা, আবু ছালামকে ১ হাজার টাকা, আব্দুল আহাদকে ১ হাজার টাকা, আব্দুল লতিফকে ২০০ টাকা ও আব্দুল জলিলকে ৫ হাজার টাকাসহ সর্বমোট ১০ হাজার ১০০ টাকা জরিমানা করা হয়েছে।
পৃথক পৃথক অভিযানে জরিমানায় আদায়কৃত টাকা সরকারী কোষাগারে জমা প্রদান করা হেয়েছে বলে র‌্যাব-৯’র মিডিয়া অফিসার সিনি: এএসপি ওবাইন জানিয়েছেন।