রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সীর পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ শুরু

3
রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সীর পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ শুরু।

নগরীতে পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ অভিযান ও সাধারণ মানুষের মাস্ক-হ্যান্ড স্যানিটাইজার বিতরণ শুরু করেছে রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সী।
শুক্রবার (৯ জুলাই) সকাল ১০টায় রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সীর নতুন কমিটি কর্তৃক ক্লাব সভাপতি রোটারিয়ান নির্মল কুমার সিংহর নেতৃত্বে সমাজ কল্যাণ মূলক কার্যক্রম শুরু হয়। এরই ধারাবাহিকতায় নগরীর মনিপুরী রাজবাড়ি মন্দির প্রাঙ্গণে গাছ লাগিয়ে পক্ষকাল ব্যাপী বৃক্ষরোপণ শুরু হয়। এ সময় করোনা পরিস্থিতিতে মানুষের মধ্যে মাস্ক, হ্যান্ড স্যানিটাইজারসহ সুরক্ষা সামগ্রী বিতরণ শুরু হয়।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির হিসেবে বক্তব্যে সিলেট সিটি করপোরেশনের ১৩ নং ওয়ার্ডের কাউন্সিলর শান্তনুু দত্ত শন্তু বলেন, রোটারি ক্লাব বিশ্বব্যাপী মানব কল্যাণে কাজ করে যাচ্ছে। এরই ধারাবাহিকতায় পরিবেশ রক্ষায় বৃক্ষরোপণ শুরু করেছে রোটারি ক্লাব অব সিলেট রিজেন্সি।
এ সময় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন ও উপস্থিত ছিলেন অত্রক্লাবের প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান এডভোকেট মৃত্যুঞ্জয় ধর ভোলা, ক্লাব সদ্য প্রাক্তন প্রেসিডেন্ট রোটারিয়ান শ্যামল কুমার অধিকারী আরএফএসএম, ভাইস প্রেসিডেন্ট রোটারিয়ান দেবাশীষ কুমার সিংহ, সেক্রেটারি রোটারিয়ান বিশ্বজিৎ কুমার দাস, সময় টিভির ক্যামেরা পারসন দিগেন সিংহ, সামাজিক ব্যক্তিত্ব তাপস ভট্টাচার্য, এডভোকেট দেবব্রত চৌধুরী লিটন, পুরোহিত অশোক কুমার শর্মা, অমিত শর্মা কামু এবং অত্র এলাকার ব্যক্তিবর্গ। বিজ্ঞপ্তি