কোম্পানীগঞ্জে কৃষকের মাঝে বীজ ও সার বিতরণ

8

কোম্পানীগঞ্জ থেকে সংবাদদাতা :
২০২০-২১ মৌসুমে প্রণোদনা কর্মসূচির আওতায় রোপা আমন ধান আবাদ বৃদ্ধির লক্ষ্যে কোম্পানীগঞ্জ উপজেলার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার প্রদান করা হয়েছে। মঙ্গলবার উপজেলা পরিষদে ৩৬০ জন কৃষকের মাঝে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি করে এমওপি সার বিতরণ করা হয়।
কোম্পানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্যের সভাপতিত্বে বীজ ও সার বিতরণে উপস্থিত ছিলেন, উপজেলা চেয়ারম্যান শামীম আহমদ, কোম্পানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার মোঃ আব্দুর রাজ্জাকসহ উপকার ভোগী কৃষকগণ।
উপজেলা নির্বাহী অফিসার সুমন আচার্য জানান, সরকার প্রতি বছর কৃষিতে ভর্তুকি দিয়ে যাচ্ছে যাতে কৃষকরা লাভবান হতে পারেন। এই ভর্তুকির প্রণোদনার অংশ হিসেবে কোম্পানীগঞ্জ উপজেলায় ১৬০ জন কৃষকের প্রত্যেককে ৫ কেজি রোপা আমন ধানের বীজ, ১০ কেজি ডিএপি সার ও ১০ কেজি এমওপি সার দেওয়া হয়েছে।