জাল টাকাসহ ৪ মামলার আসামী সামছু গ্রেফতার

4

স্টাফ রিপোর্টার :
মৌলভীবাজারের জুড়ী থেকে জাল টাকা, জাল টাকা তৈরি রাসায়নিক দ্রব্য ও নানা উপকরণসহ চার মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে গ্রেফতার করা হয়েছে। গত মঙ্গলবার বিকেলে র‌্যাব-৯ এর একটি দল অভিযান চালিয়ে উপজেলার ফুলতলা এলাকা থেকে তাকে গ্রেফতার করে। তার নাম মো. সামছু মিয়া (৬২)। সে জুড়ী উপজেলার কালিনগর গ্রামের মৃত রমোজ মিয়ার পুত্র।
গতকাল বুধবার র‌্যাব-৯ এর গণমাধ্যম বিভাগ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।
র‌্যাব সূত্রে জানা গেছে, মঙ্গলবার বিকেলে গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন-০৯, সিপিসি-২ (শ্রীমঙ্গল ক্যাম্প) এর একটি আভিযানিক দল অতিরিক্ত পুলিশ সুপার বসু দত্ত চাকমা’র নেতৃত্বে জুড়ী থানার ফুলতলা বাজার এলাকায় অভিযান চালায়। এসময় ৫ হাজার টাকার জাল নোট, ৪ বোতল জাল নোট তৈরির রাসায়নিক দ্রব্য ও ২টি কাচ, জাল নোট তৈরি করার ৩৩০ পিস কাগজ’সহ মো. সামছু মিয়াকে হাতেনাতে গ্রেফতার করা হয়। সে জুড়ী থানার দুটি ও পটুয়াখালী আদালতের জ্যেষ্ঠ বিচারিক হাকিম আদালতের দুটি মামলার গ্রেফতার পরোয়ানাভুক্ত আসামি। এ ঘটনায় আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে র‌্যাব ১৯৭৪ সনের বিশেষ ক্ষমতা আইনের ২৫ এর (অ) ধারা মোতাবেক তাকে জুড়ী থানায় হস্তান্তর করা হয়েছে।