শ্যামল ছায়া

4

মোঃ বুলবুল হোসেন :

আমার গ্রামের শ্যামল ছায়া
আঁকাবাঁকা পথে,
গ্রামের কৃষক কাঁদা মেখে
চলছে গরু রথে।

মাঠ জুড়ে সোনালী ফসল
হিমেল হাওয়ায় দোলে,
ভোর বিহানে হিমেল হাওয়া
মনটা রাখেন ভোলে।

কুমড়ী বিলে সাঁতার কাটে
ছেলে মেয়ে ঝাঁকে,
ইচ্ছে মতো ছুটে চলে
কুমড়ী বিলের বাঁকে।

হাসি খুশি গ্রামের মাঝে
স্বপ্ন আঁকি প্রাণে,
রং তুলিতে গ্রামের ছবি
প্রভুর দেওয়া দানে।