দোয়ারাবাজারে ১২টি বসতঘর আগুনে পুড়ে ছাই

8
দোয়ারাবাজারে অগ্নিকান্ডে ভস্মীভূত বসতঘর।

দোয়ারাবাজার থেকে সংবাদদাতা :
দোয়ারাবাজারে ১২ টি বসতঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ১২ পরিবারের ঘর ও ঘরের আসবাবপত্র পুড়ে প্রায় ৭০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্তরা। ঘটনাটি ঘটেছে উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামে। বৃহস্পতিবার (২৯ এপ্রিল) সকাল ১০ টায় আগুনের সূত্রপাত হয়। তবে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিটের আগুন।
স্থানীয় এলাকাবাসীর সহযোগিতায় ছাতক ফায়ার সার্ভিস অফিসে ফোন দিলে ছাতক – সুনামগঞ্জ সড়ক ১৮ কিলোমিটার ভাঙ্গা থাকায় ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছার আগেই বসত ঘরের আসবাবপত্রসহ চালের টিন পুড়ে ছাই হয়ে যায়। এর মধ্যে স্থানীয়দের সহযোগিতায় আগুন নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়।
অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারগুলো হলো উপজেলার দোহালিয়া ইউনিয়নের ভবানিপুর গ্রামের এমদাদুল হক রুবেল, আক্তার হোসেন, মৌলানা তুফায়েল আহমদ, গৌছ মিয়া, সুনু মিয়া, জহির মিয়া,আমিনুল হক, উজ্জ্বল মিয়া, জসিম উদ্দিন, ইকবাল হোসেন, আসাদ মিয়া ও ইসহাক আলীর। এদিকে ঘটনাস্থলে বিকেলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে চাল, ডাল, তেল, চিড়া, চিনি সহ শুকনো খাবার পরিবারগুলো মাঝে পৌঁছে দেয়া হয়েছে।