রমজানেও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রির দায়ে ৪ প্রতিষ্ঠানকে জরিমানা

3

স্টাফ রিপোর্টার :
নগরীতে পবিত্র রমজান মাসেও মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি বাদ দিচ্ছেন না কিছু অসাধু ব্যবসায়ী। ভোক্তাদের সঙ্গে তারা নিয়মিত প্রতারণা করে যাচ্ছেন। তবে তাদের এই অপতৎপরতা ঠেকাতে এবং মানুষের স্বাস্থ্যসুরক্ষা নিশ্চিত করতে মাঠে কাজ করছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটেলিয়ান (র‌্যাব)-৯ ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
গত সোমবার নগরীতে অভিযান চালিয়ে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রিসহ বিভিন্ন অপরাধে ৪টি ব্যবসা প্রতিষ্ঠানের মালিককে অর্থদন্ড প্রদান করেছেন র‌্যাব ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের যৌথ পরিচালিত মোবাইল কোর্ট।
প্রেস বিজ্ঞপ্তিতে র‌্যাব জানায়, সোমবার দুপুর ১২টা থেকে বেলা আড়াইটা পর্যন্ত র‌্যাব-৯ ও ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর বিভাগীয় কার্যালয়ের গঠিত ভ্রাম্যমান আদালত নগরীর ৪টি ব্যবসা প্রতিষ্ঠানে অভিযান চালান। এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য ও ট্যাক্স ফাঁকি দেয়া বিদেশি পণ্য বিক্রিসহ নানা অপরাধের দায়ে ওই ৪ ব্যবসা-প্রতিষ্ঠানের মালিককে ৬ হাজার টাকা জরিমানা প্রদান করা হয়। অভিযানে নেতৃত্ব দেন দল র‌্যাব-৯ মেজর মো. শওকাতুল মোনায়েম, এএসপি ওবাইন এবং ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর সিলেট বিভাগীয় কার্যালয়ের সহকারী পরিচালক (মেট্রো) শ্যামল পুরকায়স্থ ও আমিরুল ইসলাম মাসুদ। জরিমানাকৃত অর্থ পরবর্তীতে সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।