মাধবপুরে বাল্যবিবাহ করাতে গিয়ে জরিমানার মুখে বরের মা

6

মাধবপুর থেকে সংবাদদাতা :
হবিগঞ্জে মাধবপুর উপজেলার বাঘাসুরা ইউনিয়নে পুরাইকলা গ্রামে বাল্যবিবাহের আয়োজন করায় বরের মা’কে পাঁচ হাজার টাকা জরিমানা করা হয়।
শুক্রবার (৯ এপ্রিল) দুপুরে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ অভিযান চালিয়ে এই বিয়ে বন্ধ করেন।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, আনুমানিক দুপুর ১টার দিকে উপজেলার বাঘাসুরা ইউনিয়নে পুরাইকলা গ্রামে বাল্য বিবাহের আয়োজন করা হয়েছে-এমন খবর পেয়ে সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ পুলিশ ফোর্স সাথে নিয়ে ঘটনাস্থলে যান। সেখানে গিয়ে দেখেন বিয়ের আয়োজন চলছে।
খোঁজ নিয়ে দেখেন, বর প্রাপ্তবয়স্ক কিন্তু কনে অপ্রাপ্তবয়স্ক হওয়ায় তিনি কনে ও বরের অভিভাবকদের বিয়ে বন্ধ করতে বলেন। সহকারী কমিশনার ভূমি ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মহিউদ্দিন আহমেদ ঘটনাস্থলে এসে বাল্যবিবাহ দেওয়ার প্রস্তুতিকালে বরের মা’কে বাল্যবিবাহ নিরোধ আইন, ২০১৭ অনুযায়ী ৫ হাজার টাকা অর্থদন্ড প্রদান করেন এবং মেয়ে প্রাপ্তবয়স্ক হওয়ার পূর্বে বিয়ে দেবেন না-এই মর্মে কনের মায়ের মুচলেকা নেন।