শাল্লায় জমিজমা নিয়ে সংঘর্ষে পুলিশ সহ আহত ২৫, আটক ৫

13

আল-হেলাল সুনামগঞ্জ থেকে :
সুনামগঞ্জের শাল্লা উপজেলায় জমিজমা নিয়ে দুপক্ষের মধ্যে সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়েছে। সংঘর্ষ ঠেকানোর সময় দুই পুলিশ সদস্য আহত হয়েছে। পুলিশ সংঘর্ষ ঠেকাতে ফাঁকা গুলি ছুড়েছে। সোমবার (৫ এপ্রিল) দুপুরে এই সংর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে জড়িত ৫ জনকে গ্রেফতার করেছে পুলিশ। ফের সংঘর্ষের আশংকায় গ্রামে পুলিশ মোতায়েন রয়েছে।
পুলিশ জানায়, উপজেলার আটগাঁও গ্রামের আব্দুল্লাহ আল নোমান ও সন্তু মিয়ার লোকজনের মধ্যে গ্রামের পাশের খাস জমি নিয়ে বিরোধ চলছিল। সোমবার খাস জমির ধান কাটা নিয়ে দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধে। ঘণ্টাব্যাপি সংঘর্ষে উভয়পক্ষের কমপক্ষে ২৫ জন আহত হয়। শাল্লা থানার ওসি নাজমুল হক জানান, খাস জমির ধান কাটা নিয়ে দুইপক্ষের সংঘর্ষের ঘটনা ঘটে। ঘটনাস্থলে পুলিশ মোতায়েন আছে। সংঘর্ষ ঠেকাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছে। কয়েক রাউন্ড ফাঁকা গুলি ছুঁড়তে হয়েছে। ৫ জনকে গ্রেফতার করা হয়েছে।