আয় ফিরে আয়

5

হামীম রায়হান :

আয় ফিরে আয় তপ্ত দুপুর,
আম কুড়ানো বেলা,
বৃষ্টি ভেজা সন্ধ্যা যেন
মন হারানোর ভেলা।
মাদার গাছে হলদ্দে পাখির
একলা গাওয়া গান,
আয় ফিরে আয় শ্রীমাই খালের
ঢেউয়ের কলতান।
সেনের বাড়ি লিচুর গাছে
আয় দুষ্টের দল,
আবার ঘোলা করব সবাই
বড় পুকুরের জল।
সফেদা তলে কাটবে আবার
ইস্কুল ছুটির কাল,
ধনপোতারই মেলায় যাবো,
কাটবো খেজুর ঢাল,
খেজুর ঢালে বানাবো গাড়ি
ঝন ঝনাঝন সুর,
আয় ফিরে আয় হারিয়ে যাওয়া
তপ্ত উদাস দুপুর।