করোনায় সিলেটে দ্রুত সুস্থতা বাড়ছে, কমছে শনাক্তের সংখ্যা

8

স্টাফ রিপোর্টার :
দীর্ঘদিন পর এবার সিলেট বিভাগে করোনায় একজন আক্রান্ত হয়েছেন। সেই সাথে দ্রুত বাড়ছে সুস্থতা। সিলেট বিভাগে করোনায় আক্রান্ত হয়ে এ পর্যন্ত ২৭৫ জনের মৃত্যু হলেও করোনা থেকে সুস্থ হয়েছেন ১৫ হাজার ৭৪৬ জন।
চিকিৎসায় ৯জন করোনা আক্রান্ত রোগী সুস্থ হয়ে উঠেছেন। গতকাল মঙ্গলবার সকালে স্বাস্থ্য অধিদপ্তরের সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. সুলতানা রাজিয়া এ তথ্য জানান।
স্বাস্থ্য বিভাগের প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় সিলেটে ১জন করোনা আক্রান্ত রোগী শনাক্ত হয়েছেন। মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সিলেট বিভাগে করোনা প্রমাণিত রোগীর সংখ্যা ১৬ হাজার ৪০৬ জন। এর মধ্যে সিলেট জেলায় ৯ হাজার ৮৯৬ জন।
এছাড়া সুনামগঞ্জে ২ হাজার ৫৫৭জন, হবিগঞ্জে ২ হাজার ৬জন ও মৌলভীবাজারে ১ হাজার ৯৪৭ জনের করোনা শনাক্ত হয়েছে। ৪ জেলার মধ্যে সিলেটের ৩৩জন করোনা আক্রান্ত রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।