একটি ভাষণ

9

জিল্লুর রহমান পাটোয়ারী :

সাত-ই মার্চের একটি ভাষণ,
বজ্র কন্ঠের ধ্বনি –
যার ভাষণে এদেশ স্বাধীন,
সে মুজিবের বাণী।
যার ভাষণে সাহস পেলো,
শত জনতার দল –
মুক্তি পেলো সোনার বাংলা,
বুকে রাখিয়া বল।
সেই ভাষণে জাগলো জনতা,
শ্লোগানে রাজপথ –
শোষক হঠাও দেশকে বাঁচাও,
এক হও জনমত।
শ্লোগানে শ্লোগানে ভরে গেলো,
বাংলার মাট ঘাট-
স্বাধীন হলো বাংলার মানুষ,
স্বাধীন সোনার মাট।