সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযান ॥ ২ লাখ টাকা বকেয়া হোল্ডিং টেক্স উদ্ধার, চার মামলা

8

বকেয়া হোল্ডিং টেক্স উদ্ধারে সিলেট সিটি করপোরেশন ভ্রাম্যমান আদালত পরিচালনা করছে ধারাবাহিকভাবে। সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে প্রায় সোয়া দুইলাখ টাকার বকেয়া হোল্ডিং টেক্স উদ্ধার করা হয়েছে। এছাড়া ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে নগরের বিভিন্ন এলাকায় ৪ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও জরিমানা করেছেন ভ্রাম্যমান আদালত।
বুধবার (১৩ জানুয়ারি ২০২১) সিসিকের প্রধান রাজস্ব কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিট্রেট বিজন কুমার সিংহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন।
সিলেট নগরীর লামাবাজার, কাজলশাহ ও ভাতালিয়া এলাকায় সিসিকের ভ্রাম্যমান আদালতের অভিযানে বকেয়া বিভিন্ন হোল্ডিং থেকে ২ লাখ ২ হাজার ৪’শ ৪০ টাকা বকেয়া হোল্ডিং টেক্স উদ্ধার করা হয়েছে।
ভ্রাম্যমান আদালতের অভিযানে ট্রেড লাইসেন্সবিহীন ব্যবসা পরিচালনার অভিযোগে ৪ ব্যবসা প্রতিষ্ঠানের বিরুদ্ধে মামলা ও ৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে।
অভিযানে সড়ক ও ফুটপাত দখল করে ব্যবসা পরিচালনার বিভিন্ন সরঞ্জাম জব্দ করা হয়।
প্রসঙ্গত, নগরীর রাস্তা ও ফুটপাত দখল, অবৈধ গাড়ি পার্কিং, বকেয়া ভাড়া আদায়, বকেয়া হোল্ডিং টেক্স ও পানি বিল আদায়ে সিলেট সিটি করপোরেশনের ভ্রাম্যমান আদালত ধারাবাহিকভাবে পরিচালিত হচ্ছে। বিজ্ঞপ্তি