অস্ট্রেলিয়ায় ভ্যাকসিন ট্রায়াল বাতিল

18

কাজিরবাজার ডেস্ক :
ভ্যাকসিন নেয়ার পর কয়েকজনের এইচআইভি টেস্টে ভুল রেজাল্ট আসায় করোনাভাইরাসের টিকার ট্রায়াল বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
অস্ট্রেলিয়ার ফার্ম সিএসএল এবং ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ড যৌথভাবে এই টিকা উদ্ভাবন করেছে।
তারা জানিয়েছে, ট্রায়ালে অংশ নেয়া কয়েকজনের এইচআইভি টেস্ট পজিটিভ আসলেও এটা সঠিক না। মানে তারা টিকে নেয়ার পলে এইচআইভি আক্রান্ত হয়ে যাননি। বরং পরীক্ষায় ভুল ফলাফল দেখাচ্ছে। ট্রায়ালে অংশ নেয়াদের স্বাস্থ্যের কোনো ঝুঁকি নেই বলেও জানায় তারা ।
বিবিসি জানিয়েছে, ঝুঁকি এড়াতে সিএসএল এবং ইউনিভার্সিটি অব কুইন্সল্যান্ডের সঙ্গে চুক্তি বাতিল করেছে অস্ট্রেলিয়া সরকার।
সিএসএল থেকে পাঁচ কোটি ১০ লাখ ডোজ টিকা কেনার কথা ছিল সরকারের। তার বদলে আমেরিকান কোম্পানি নোভাভ্যাক্স সাথে চুক্তির প্রক্রিয়া শুরু করেছে অস্ট্রেলিয়া। এছাড়া অক্সফোর্ডের টিকা কেনার ডোজের পরিমাণও বাড়ানো হচ্ছে ।
সিএসএল এর টিকার ট্রায়ালে দেখা গিয়েছে, অংশ নেয়া কয়েকজনের শরীরে এইচআইভি-র অ্যান্টিবডি তৈরি হয়েছে। যার কারণে রিপোর্ট পজিটিভ এসেছে। পরে আরো বিস্তারিত পরীক্ষায় তাদের শরীরে এইচআইভি পাওয়া যায়নি।
দেশটির স্বাস্থ্য অধিদপ্তরের সচিব ব্রেন্ডান মারফি বলেন, “টিকাটি কার্যকর হওয়ার সম্ভাবনা ছিল। কিন্তু আস্থার প্রশ্নে আমরা কোনো ঝুঁকি নিতে চাই না।”