তুমিহীনা

16

শরীফ সাথী

তুমিহীনা জীবন আমার
সুখের কোন আশা নেই,
দু’টি চোখে নিরব চাওয়া
মুখে কোন ভাষা নেই।

চাঁদের আলো পরশ দিতে
মায়া রূপে ঝরেনা,
স্বপ্ন দিয়ে দু’টি চোখকে
অপলক আর করেনা।

মমতারই প্রীতিমাখা
যেন ভালবাসা নেই
নদীর বুকের জল তরঙ্গ
মুগ্ধ রূপে চলে না,

পুষ্প ফুটে সুবাস দিয়ে
আরতো কিছু বলেনা
আপন মনে দু’টি ঠোঁটের
মিষ্টি করে হাসা নেই।