জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদের দায়িত্ব গ্রহণ

11

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুর পৌরসভার নব-নির্বাচিত মেয়র মিজানুর রশীদ ভূঁইয়া আনুষ্ঠানিক ভাবে দায়িত্ব গ্রহণ করেছেন। ২ নভেম্বর সোমবার দায়িত্বভার গ্রহণ উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। ভারপ্রাপ্ত পৌর মেয়র শফিকুল হকের সভাপতিত্বে ও পৌর প্রকৌশলী সতীশ গোস্বামীর পরিচালনায় অনুষ্ঠিত সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আ’লীগের সহ-সভাপতি ও প্রবীণ রাজনীতিবিদ সিদ্দিক আহমদ। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু। বক্তব্য রাখেন, উপজেলা কৃষক লীগের সভাপতি ও জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভূইয়া, পৌর কাউন্সিলর আবাব মিয়া, জগন্নাথপুর বাজার সেক্রেটারি ও সাবেক কৃতি ফুটবলার জাহির উদ্দিন, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন প্রমুখ।
এ সময় পাটলি ইউপি চেয়ারম্যান সিরাজুল হক, পাইলগাঁও ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন, শালিসি ব্যক্তি শহিদুল ইসলাম বকুল, জাফর আলী, শাহ আবদুর রাজ্জাক, উপজেলা আ’লীগের যুগ্ম-সম্পাদক লুৎফুর রহমান, সহ-প্রচার সম্পাদক ফিরোজ আলী, সাবেক কৃতী ফুটবলার সালাহ উদ্দিন, পৌর আ’লীগের সভাপতি ডা. আবদুল আহাদ, সাধারণ সম্পাদক হাজী ইকবাল হোসেন ভূঁইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূঁইয়া, উপজেলা যুবলীগের সহ-সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র-২ সুহেল আহমদ, পৌর কাউন্সিলর খলিলুর রহমান, দিলোয়ার হোসেন, তাজিবুর রহমান, গিয়াস উদ্দিন মুন্না, নারী কাউন্সিলর আয়ারুন্নেছা, মিনা রাণী পাল, পৌর কর্মকর্তা রশিদ আলী, এলাইছ মিয়া, যুবলীগ নেতা কওছর রশীদ, পৌর যুবলীগ নেতা আকমল হোসেন ভূঁইয়া, সৈয়দ জিতু মিয়া সহ বিভিন্ন শ্রেণি-পেশার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে বিভিন্ন ব্যক্তি ও প্রতিষ্ঠানের পক্ষ থেকে নব-নির্বাচিত মেয়রকে ফুলের তোড়া দিয়ে বরণ করা হয়। এতে দোয়া পরিচালনা করেন মাওলানা আবদুল করিম ফারুকী।