দিল্লিকে হারিয়ে প্লে-অফের আরো কাছে কেকেআর

8
Varun Chakaravarthy of Kolkata Knight Riders celebrates the wicket of Rishabh Pant of Delhi Capitals during match 42 of season 13 of the Dream 11 Indian Premier League (IPL) between the Kolkata Knight Riders and the Delhi Capitals at the Sheikh Zayed Stadium, Abu Dhabi in the United Arab Emirates on the 24th October 2020. Photo by: Pankaj Nangia / Sportzpics for BCCI

স্পোর্টস ডেস্ক :
খাদের কিনারায় দাঁড়িয়ে ছিল কেকেআর। এদিন হারলে প্লে-অফে যাওয়ার আশা কার্যত শেষ হতে পারত। কিন্তু বাঘের মুখ থেকে ফিরে এল শাহরুখের দলের ছেলেরা। দিল্লিকে ৫৯ রানে হারিয়ে প্লে-অফের আরও কাছে চলে গেল কেকেআর। আইপিএলে শনিবার দিনের প্রথম ম্যাচে কলকাতা নাইট রাইডার্সের দেয়া ১৯৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভারে ৯ উইকেটে ১৩৫ রান করে দিল্লি ক্যাপিটালস।
বলা বাহুল্য, শেষ চারে যাওয়ার লড়াইটা কলকাতার কাছে কঠিন হয়ে দাঁড়িয়েছিল। তাও আবার দিল্লির মতো শক্তিশালী দলের বিরুদ্ধে সেই লড়াই আরো কঠিন হবে বলে মনে করেছিলেন কেউ। তবে আপাতত স্টার মার্কস নিয়ে উতরে গেল নাইটরা। ১১ ম্যাচে ১২ পয়েন্ট নিয়ে কলকাতা এখন পয়েন্ট টেবিলে চতুর্থ অবস্থানে আছে। আর ১১ ম্যাচে ১৪ পয়েন্ট নিয়ে দ্বিতীয় অবস্থানে আছে দিল্লি।
টস জিতে এদিন কেকেআরকে ব্যাটিং করতে পাঠান দিল্লির অধিনায়ক শ্রেয়াস আয়ার। শুভম্যান গিল কম রানে ফিরে যান। রাহুল ত্রিপাঠী ১৩ রানে ফিরে যাওয়ার পর কেকেআরের ইনিংস বেশ নড়বড়ে দেখাচ্ছিল। দীনেশ কার্তিক ব্যাটিংয়ে ফোকাস করতে চান বলে অধিনায়কত্ব ছেড়েছিলেন। তিনি এমনটাই জানিয়েছিলেন। তবে এদিন কার্তিক রান পেলেন না। সেই আফসোস অবশ্য ঘুঁচিয়ে দিলেন সুনিল নারিন। নীতিশ রানা ৫৩ বলে ৮১ রানের ইনিংস খেললেন। ২০ ওভারে ছয় উইকেট হারিয়ে ১৯৪ সংগ্রহ করে কলকাতা।
সাড়ে ১৫ কোটি রুপির পেসার প্যাট কামিন্স এদিন জ্বলে ওঠেন। প্রথম বলেই আউট করেন রাহানেকে। এরপর শিখর ধাওয়ান বোল্ড। শুরুতেই ধাক্কা সামলাতে পারেনি দিল্লি। এরপর রিশাব পান্ত ও শ্রেয়াস আয়ার ইনিংস এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব নেন। কিন্তু তাঁদের সফল হতে দেননি কেকেআরের মিস্ট্রি স্পিনার বরুণ চক্রবর্তী। পাঁচ উইকেট তুলে নেন তিনি। একবার হ্যাটট্রিকের সুযোগ পেয়েছিলেন। সুনিল নারিনের পর কেকেআরের দ্বিতীয় বোলার হিসেবে তিনি এক ম্যাচে পাঁচ উইকেট নেওয়ার রেকর্ড গড়লেন।