মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বাবুর্চি উপ-কমিটি গঠন

16

মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়ন রেজিঃ নং চট্টঃ ২৩০৫-এর উদ্যোগে বিভিন্ন হোটেল-রেস্টুরেন্টে কর্মরত বাবুর্চি শ্রমিকদের নিয়ে এক সভা অনুষ্ঠিত হবে। ১৯ অক্টোবর সন্ধ্যায় শহরের কোর্টরোডস্থ (মনুসেতু সংলগ্ন) কার্যালয়ে অনুষ্ঠিত এই সভায় সভাপতিত্ব করেন প্রবীণ বাবুর্চি মোঃ আমিন মিয়া। সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ট্রেড ইউনিয়ন সংঘ মৌলভীবাজার জেলা কমিটির সাধারণ সম্পাদক রজত বিশ্বাস, মৌলভীবাজার জেলা হোটেল শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ মোস্তফা কামাল, সাধারণ সম্পাদক মোঃ শাহিন মিয়া, মৌলভীবাজার জেলা রিকশা শ্রমিক ইউনিয়নের সভাপতি মোঃ সোহেল আহমেদ, বাবুর্চি শ্রমিকগণের পক্ষে মোঃ আহাদ আলী, মোঃ আজিম মিয়া, মোঃ মিলন মিয়া, আফরোজ জামান, মোঃ সেলিম শেখ, মোঃ কামাল মিয়া, মোঃ শাহিন মিয়া প্রমুখ। সভায় উপস্থিত শ্রমিকদের সর্বসম্মতিক্রমে মোঃ আমিন মিয়াকে আহয়বায়ক এবং মোঃ আহাদ আলী ও মোঃ শাহিন মিয়াকে যুগ্ম-আহবায় করে মৌলভীবাজার হোটেল শ্রমিক ইউনিয়নের বাবুর্চি উপ-কমিটি গঠন করা হয়। কমিটির সদস্যরা হলেন মোঃ আজিম মিয়া, মোঃ সেলিম শেখ, আফরোজ জামান, মোঃ মিলন মিয়া, মোঃ শানুর মিয়া, মোঃ শাহিন আহমদ, মোঃ কামাল মিয়া, মোঃ মিজান মিয়া, মোঃ কামালউদ্দিন।
সভা থেকে বিনাবেতনে বেআইনী শ্রমিক ছাঁটাই বন্ধ, দুর্গাপূজায় সকল হিন্দু শ্রমিকদের মাসিক বেতনের সমপরিমান উৎসব বোনাস প্রদান, বাজারদরের সাথে সংগতিপূর্ণ নিম্নতম মূল মজুরি ২০ হাজার টাকা ঘোষণা, হোটেল সেক্টরে সরকার ঘোষিত নিম্নতম মজুরি কার্যকর, ৮ ঘন্টা কর্মদিবস, নিয়োগপত্র, পরিচয়পত্রসহ শ্রমআইন বাস্তবায়ন, চাল ডাল তেল লবনসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য কমানো, দফায় দফায় গ্যাস-বিদ্যুতের মূল্যবৃদ্ধির পরিকল্পনা বাতিল, সর্বস্তরে রেশনিং চালু, গণতান্ত্রিক শ্রমআইন প্রণয়নের দাবি জানান। বিজ্ঞপ্তি