ছিন্নমূল

12

শহিদুজ্জামান মিলন

ছিন্নমূল মানুষ যারা ছিন্ন সমাজ থেকে,
তাদের নিয়ে ভাগ্য সদা দুখের কাব্য লেখে।
ঘর নেই ঠিকানা নেই পথে করে বাস,
ছিন্ন বস্ত্র গায়ে পরে থাকে উপবাস।
বুকের মাঝে তাদেরও, আছে সুখের আশ,
সাধ্য তো নাই স্বপ্নরা তাই করে পরিহাস।
দিন কেটে রাত চলে যায়, আহার জোটে না,
আলোর প্রভাত নামে, তবু আলো ফোটে না।
শিক্ষা নাই দীক্ষা নাই,নাইতো বাঁচার আশা,
ক্লান্ত দেহ রুগ্ন মন মলিন মুখের ভাষা।
শীতের দিনে সবাই যখন ঘরে জড়োসড়ো,
প্লাটফর্মের পরে ওরা কাপে থরোথরো।
শ্রাবণ ধারায় চারিদিকে আসে যখন বান,
তারা তখন কোন মতে বাচায় নিজের প্রাণ।