ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের বিক্ষোভ মিছিল

9
সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ সহ নারীর প্রতি বর্বরতা এবং আইন শৃংখলার চরম অভনতির প্রতিবাদে ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগরের বিক্ষোভ মিছিল।

সারাদেশে ক্রমবর্ধমান ধর্ষণ ও নারী নির্যাতন ও আইন শৃংখলার চরম অবনতির প্রতিবাদে “ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট জেলা ও মহানগর” এর উদ্যোগে ১০ অক্টোবর শনিবার বিকাল ৫টায় এক বিক্ষোভ মিছিলের আয়োজন করা হয়। মিছিলটি বন্দর বাজারস্থ কালেক্টরেট মসজিদ থেকে শুরু হয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে চৌহাট্টা পয়েন্টে শেষ হয়। মিছিল পূর্বক সমাবেশে বক্তারা বলেন, দেশে আজ নারী নির্যাতন ভয়াবহ আকার ধারণ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমসহ সমাজের সর্বত্র অশ¬ীলতার স্রোত। সেই স্রোতে যুবকদের নৈতিকতা ভেসে যাচ্ছে। তার উপর দেশের বিচারহীনতার কারণে অপরাধীরা পার পেয়ে যাচ্ছে। তাই দেশে ধর্ষণ নারী নির্যাতন মহামারী আকার ধারণ করেছে। এসব বন্ধ করতে যুব সমাজের মধ্যে নৈতিকতার শিক্ষা ব্যাপক করতে হবে এবং ধর্ষকদের সর্বোচ্চ শাস্তি মৃত্যুদন্ড নিশ্চিত করতে হবে। ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সভাপতি আলহাজ্ব নজির আহমদ এর সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি আলহাজ্ব হাফেজ মাওলানা ইমাদ উদ্দিন এর পরিচালনায় বিক্ষোভ মিছিল পূর্বক সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর কেন্দ্রীয় সদস্য প্রফেসর ডাক্তার মোয়াজ্জেম হোসেন খান। সমাবেশে আরো উপস্থিত ছিলেন ইসলামী আন্দোলন বাংলাদেশ সিলেট মহানগর সহ-সভাপতি ডাক্তার রিয়াজুল ইসলাম রিয়াজ, নগর সেক্রেটারী হাফেজ মাওলানা মাহমুদুল হাসান, জেলা সাংগঠনিক সম্পাদক মাওলানা আমির উদ্দিন, ইসলামী যুব আন্দোলন সিলেট মহানগর সভাপতি মাওলানা মাহফুজ আহমদ, ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন সিলেট মহানগর সভাপতি ইসমাঈল আহমদ, এমসি কলেজ সভাপতি মোহাম্মদ নুর উদ্দিন প্রমুখ। বিজ্ঞপ্তি