একটি ছেলে

6

কবির কাঞ্চন

টুঙ্গিপাড়ার একটি ছেলে দেশের কথা ভেবে
ঘর ছেড়েছে পণ করেছে স্বাধীনতা দেবে।
দেশের মানুষ এক হয়েছে সেই ছেলেটার কথায়
প্রয়োজনে রক্ত দেবে বাংলা মায়ের ব্যথায়।

সেই ছেলেটি গর্জে ওঠে একাত্তরের দিনে
বঙ্গবন্ধু নামেই তারে বিশ্ববাসী চিনে।
অত্যাচারীর থাবা থেকে স্বাধীন স্বদেশ এনে
গড়তে চাইলেন সোনার বাংলা দেশকে আপন জেনে।

ভাঙাচোরা দেশটা যখন উন্নয়নের দিকে
ঠিক তখনই শকুনের দল বাংলা করলো ফিকে।
সেই ছেলেটার বুকে চালায় কুলাঙ্গারে গুলি
দেশ দেয়া সেই ছেলের কথা কেমন করে ভুলি।