খায়রুন্নেছা শেলী সরকারি শিশু পরিবারের ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য মনোনীত

4

রায়নগরস্থ সরকারি শিশু পরিবার (বালিকা) এর ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য মনোনীত হয়েছেন লায়ন খায়রুন্নেছা শেলী।
পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এমপি খায়রুন্নেছা শেলীকে সমাজসেবা অধিদফতর কর্তৃক পরিচালিত সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর, সিলেটের কার্যক্রম সুষ্ঠু ভাবে বাস্তবায়নের জন্য ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য হিসেবে মনোনিত করেছেন।
সরকারি শিশু পরিবার (বালিকা) রায়নগর, সিলেটের উপ-তত্ত্বাবধায়ক মুনতাকা চৌধুরী স্বাক্ষরিত এক পত্রে খায়রুন্নেছা শেলীকে ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য মনোনীত হওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তাঁর সার্বিক সহযোগিতায় কমিটির কার্যক্রম আরো গতিশীল হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
ব্যবস্থাপনা ও মনিটরিং কমিটির সদস্য মনোনিত করায় পররাষ্ট্রমন্ত্রী ড. এ.কে আব্দুল মোমেন এম.পি’র প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন ও অভিনন্দন জানিয়েছেন খায়রুন্নেছা শেলী।
এছাড়াও সিলেট মহানগর মহিলা আওয়ামীলীগের সহ সভাপতি ও লায়ন্স ক্লাব অব সিলেট সুরমার ডাইরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন লায়ন খায়রুন্নেছা শেলী। তিনি সকলের দোয়া প্রার্থী। বিজ্ঞপ্তি