জগন্নাথপুরে জমে উঠেছে কোরবানীর পশুর হাট, ক্রেতাদের তুলনায় বিক্রি কম

11

জগন্নাথপুর থেকে সংবাদদাতা :
জগন্নাথপুরে জমজমাট হয়ে উঠছে পবিত্র ঈদুল আযহা উপলক্ষে কোরবানীর পশুর হাট। হাটে বেড়েছে পশুর আমদানী। রয়েছে মানুষের উপচেপড়া ভীড়। তবে বাড়েনি বেচাকেনা। ২৬ জুলাই রবিবার জগন্নাথপুর সদর বাজারে হেলিপ্যাড মাঠে বসে পশুর হাট। হাটে ভালো মানের দেশী গরুর আমদানী ছিল লক্ষ্যণীয়। ছিল কিছু বিদেশী গরু। তার থেকে বেশি ছিল জন সমাগম। হাটে মানুষের উপচেপড়া ভীড় থাকলেও বেচাকেনা আশানুরূপ হচ্ছে না। হাটে সর্বোচ্চ এক লাখ ১৫ হাজার টাকায় একটি গরু বিক্রি হয়েছে। গরু ব্যবসায়ীরা জানিয়েছেন, মানুষ শুধু গরু পছন্দ ও দামদর করলেও কিনতে আগ্রহী হচ্ছেন না। যদিও ক্রেতারা জানান, এখনো যথেষ্ট সময় হাতে আছে। ঈদের ২/১ দিন আগে কোরবানীর জন্য পশু কিনবো।