লকডাউন শিথিল করায় জার্মানিতে ফের বেড়েছে সংক্রমণ

10

কাজিরবাজার ডেস্ক :
সংক্রমণ কমতে শুরু করলে কয়েকদিন আগে লকডাউন সংক্রান্ত বিধিনিষেধ শিথিল করে জার্মানি। কিন্তু তাতেই হয়েছে কাল। এখন দেখা যাচ্ছে, দেশটিতে ফের করোনার সংক্রমণ আশঙ্কাজনক হারে বাড়ছে। সরকারের দেওয়া তথ্যের বরাতে রোববার এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে বিবিসি।
রবার্ট কোচ ইনস্টিটিউট (আরকেআই) জানিয়েছে, জার্মানিতে ‘রিপ্রোডাকশন রেট’ অর্থাৎ একজন রোগী আরও কতজন রোগীকে সংক্রমিত করছে সেই হার এখন ১ এরও বেশি। এর মানে দাঁড়াচ্ছে, দেশটিতে করোনা সংক্রমণের হার আগের চেয়ে আশঙ্কাজনক হারে আবারও বাড়তে শুরু করেছে।
এদিকে রাজধানী বার্লিনসহ বেশ কিছু শহরে হাজার হাজার জার্মান লকডাউন বাতিল করার দাবিতে বিক্ষোভ করেছেন। যদিও বুধবার মেরকেলের ঘোষণা অনুযায়ী, সব ধরনের দোকান খুলে দেওয়া হয়েছে। স্কুলে যেতে শুরু করেছেন দেশটির শিক্ষার্থীরা। শুরু হতে যাচ্ছে ফুটবল লিগ বুন্দেসলিগা।
জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মেরকেল বুধবার দেশের ১৬ রাজ্যের মুখ্যমন্ত্রীদের সঙ্গে আলোচনা শেষে লকডাউন বিধিনিষেধ আরও শিথিল করার ঘোষণা দেন। এর আগে জার্মানিতে লকডাউন দ্রুত শিথিল করার বিষয় নিয়ে কয়েকটি রাজ্য সরকার দাবি জানিয়ে আসছিল। মানুষও বিক্ষোভ করেছেন।
প্রাদুর্ভাব শুরুর পর গত ১৬ মার্চ প্রথমবারের মতো দেশজুড়ে লকডাউন ঘোষণা করে জার্মান সরকার। এপ্রিলে প্রথম দফায় লকডাউন সংক্রান্ত কিছু বিধিনিষেধ শিথিল হয়। এরপর গত ৬ মে দ্বিতীয় দফায় লকডাউন শিথিল হয়। তবে আরও কিছু বিধিনিষেধ আগামী ৫ জুন পর্যন্ত চালু থাকবে।
আরকেআই এর দেওয়া তথ্য অনুযায়ী, করোনায় আক্রান্তের দিক দিয়ে জার্মানির অবস্থান বিশ্বে সপ্তম। এখন পর্যন্ত দেশটিতে ১ লাখ ৬৯ হাজার ২১৮ জন কোভিড-১৯ রোগী শনাক্ত হয়েছে। আক্রান্তদের মধ্যে ৭ হাজার ৩৯৫ জন মারা গেছে। তবে ১ লাখ ৪৪ হাজারের বেশি মানুষ চিকিৎসা শেষে সুস্থ।