জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৭০ সেট পিপিই প্রদান করেছেন কলেজের প্রাক্তন শিক্ষার্থীরা

4

ব্যক্তিগত উদ্যোগে জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজ হাসপাতালে ৫০ সেট পিপিই (পার্সোনাল প্রটেক্টিভ ইকুইপমেন্ট) প্রদান করেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের ফিজিওলজি বিভাগের সহকারী অধ্যাপক ডা. জাবের আহমেদ চৌধুরী। তিনি এই কলেজের ৯ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী।
এছাড়াও একই কলেজের ৫ম ব্যাচের প্রাক্তন শিক্ষার্থী ও সিলেট সদর উপজেলা ইউএইচএফপিও ডা. আহমেদ সিরাজুম মুনির রাহীল ও সদর উপজেলা মেডিকেল অফিসার ডা. হানিফ ও ডা. ইশতিয়াক আরো ২০ সেট পিপিই প্রদান করেন।
শনিবার (২৮ মার্চ) পিপিই গুলো গ্রহণ করেন জালালাবাদ রাগীব-রাবেয়া মেডিকেল কলেজের অধ্যক্ষ অধ্যাপক ডা. মো. আবেদ হোসেন। এ সময় কলেজের পক্ষ থেকে দাতাদের ও সমন্বয়কারীদের ধন্যবাদ জ্ঞাপন করেন কলেজ অধ্যক্ষ।
এ সময় উপস্থিত ছিলেন জালালাবাদ রাগীব রাবেয়া মেডিকেল কলেজের উপাধ্যক্ষ অধ্যাপক ডা. এ কে এম দাউদ এবং এই হাসপাতালে করোনা ভাইরাস সংক্রমণ রোধের নিমিত্তে গঠিত সমন্বয় কমিটির সদস্যবৃন্দ। বিজ্ঞপ্তি