ছাতকে দু’পক্ষের সংঘর্ষে আহত ৫

9

ছাতক থেকে সংবাদদাতা :
ছাতকে সরকারী খাস ভূমিতে নির্মিত দোকান কোটা উচ্ছেদ নিয়ে দু’পক্ষের সংঘর্ষ ও ধাওয়া-পাটা ধাওয়ায় ৫ ব্যক্তি আহত হয়েছে। গতকাল বুধবার সকালে উপজেলার গোবিন্দগঞ্জ-সৈদেরগাঁও ইউনিয়নের বিলপার গ্রামের দু’পক্ষের মধ্যে এ সংঘর্ষের ঘটনা ঘটে।
জানা যায়, বিলাপার গ্রামের মসজিদ সংলগ্ন জামালখালি খালে তীরে মসজিদের উন্নয়নের নামে সরকারী খাস ভূমিতে দোকান কোটা নির্মাণ করে গ্রামের আবু তাহের পক্ষ। এ নিয়ে গত কয়েকদিন ধরে পক্ষে-বিপক্ষে গ্রামের আবু তাহের ও আজম আলীর মধ্যে উত্তেজনা বিরাজ করছিল। খাস ভূমিতে নির্মিত দোকান কোটা উচ্ছেদের জন্য আজম আলী সহকারী কমিশনার (ভূমি) বরাবরে একটি লিখিত আবেদন করেন। আবেদনের প্রেক্ষিতে ভূমি অফিসের মাধ্যমে একটি সরজমিন তদন্ত শেষে সরকারী ভূমি দখলমুক্ত করতে এখানে উচ্ছেদ অভিযান চালান সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল। বুধবার উচ্ছেদ অভিযান চলাকালে গ্রামের আজম আলী ও আবু তাহের পক্ষদ্বয়ের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে। সংঘর্ষে আহত নির্মাণ শ্রমিক ফেরদৌস আহমদ বাবুল(৪৫) ও সুমন মিয়া(৩০)কে ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে। অন্যান্য আহতদের প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ব্যাপারে ছাতক থানার ওসি মোস্তফা কামাল জানান, উচ্ছেদ অভিযান চলাকালে গ্রামের দু’পক্ষ সংর্ঘষে জড়িয়ে পড়লে পুলিশ তাৎক্ষণিক পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে সক্ষম হয়। সহকারী কমিশনার (ভূমি) তাপস শীল জানান, উচ্ছেদ অভিযানের সময় কিছু উত্তেজনা দেখা দিলেও কোন সমস্যা হয়নি। সরকারী ভূমি দখল মুক্ত করা হয়েছে।