বাস্তবে কাজ করে বস্তিবাসীদের ভাগ্যান্নয়ন করতে হবে – মেয়র আরিফুল হক

18
নগর ভবনে পিপিআরসি আয়োজিত বস্তিবাসীদের ভাগ্যোন্নয়ন শীর্ষক সভায় প্রধান অতিথির বক্তব্য রাখছেন মেয়র আরিফুল হক চৌধুরী।

সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বলেছেন, সিলেট নগরীর বস্তিবাসীদের ভাগ্যন্নোয়নে কথায় নয়, বাস্তবে কাজ করে তাদের ভাগ্যান্নয়ন করতে হবে।
তিনি রবিবার (৮ ডিসেম্বর) সকালে নগর ভবনে ‘পিপিআরসি’ আয়োজিত বস্তিবাসীদের ভাগ্যোন্নয়ন শীর্ষক এক সভায় তিনি প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
সিসিকের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ডা. জাহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি ছিলেন, বিশ^ ব্যাংকের প্রতিনিধি মো. জাহিদ খান, কাউন্সিলর এসএম শওকত আমীন তৌহিদ, সিকন্দর আলী, প্যানেল মেয়র-২ এডভোকেট রোকশানা বেগম শাহনাজ, নাজনীন আক্তার কনা, রেবেকা বেগম লাকী, সিসিকের নির্বাহী প্রকৌশলী আলী আকবর সহ বস্তি এলাকায় বসবাসকারী নারী-পুরুষরা সভায় উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি