কোম্পানীগঞ্জে অস্ত্রসহ দুর্ধর্ষ সেলিম ডাকাত গ্রেফতার

17
কোম্পানীগঞ্জে পুলিশের অভিযানে আটক ডাকাত সর্দার সেলিম মিয়া।

স্টাফ রিপোর্টার :
কোম্পানীগঞ্জে দুর্ধর্ষ সেলিম ডাকাতকে অস্ত্রসহ গ্রেফতার করেছে পুলিশ। গত শুক্রবার রাত ১২টায় তাকে গ্রেফতার করা হয়। এসময় তার কাছ থেকে দেশী তৈরী একটি পাইপগান ও এক রাউন্ড গুলি উদ্ধার করা হয়েছে। সে উপজেলার বর্ণি কান্দিবাড়ি গ্রামের কালা মিয়ার পুত্র। বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট জেলা বিশেষ শাখার অতিরিক্ত পুলিশ সুপার মো: আমিনুল ইসলাম।
পুলিশ জানায়, শুক্রবার রাত ১২টায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানীগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) রজিউল্লাহ খানের নেতৃত্বে এসআই খায়রুল বাশার, এসআই মোস্তাক আহমেদ, এসআই রাজীব চৌধুরী, এসআই মোঃ স্বপন মিয়া ও এএসআই এনামুল হক অভিযান চালিয়ে বর্ণি এলাকার থেকে সেলিমকে গ্রেফতার করা হয়।
জানা যায়, সেলিমের বিরুদ্ধে কোম্পানীগঞ্জ থানায় বিভিন্ন ধরণের ৬টি মামলা রয়েছে। বর্তমানে কয়েকটি মামলা আদালতে বিচারাধীন আছে। কোম্পানীগঞ্জ থানার এসআই খায়রুল বাশার বাদি হয়ে অস্ত্র আইনে একটি মামলা দায়ের করেন (মামলা নং-০৪)। কোম্পানীগঞ্জ থানার ওসি সজল কুমার কানু বলেন, কোম্পানীগঞ্জে কেউ অপরাধ করে পার পাবে না। মাদকের মতই ডাকাতদের নির্মূল করা হবে।