জৈন্তাপুর লালাখাল সীমান্তে ভারতীয় ১৮টি গরু আটক

2

জৈন্তাপুর থেকে সংবাদদাতা :
জৈন্তাপুর উপজেলার লালাখালে অভিযান পরিচালনা করে শনিবার দিবাগত রাতে ১৮টি ভারতীয় গরু আটক করেছে ১৯ বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সুরাইঘাট ক্যাম্প।
এলাকাবাসী সূত্রে জানা যায়, শনিবার দিবাগত রাত ১০টায় গোপন সংবাদের ভিতিতে ১৯ বিজিবির সুরাইঘাট ক্যাম্পের টহল টিম চোরাই পথে নিয়ে আসা ১৮টি ভারতীয় গরু আটক করেছে। এলাকাবাসি জানান, চোরাকারবারি দলের সদস্য লালাখাল গ্রামের জালাল উদ্দিন ভারত থেকে অবৈধ পথে গরু নিয়ে আসে। অপরদিকে বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারিরা গরু ফেলে পালিয়ে যায়।
১৯ বিজিবির কমান্ডিং অফিসার লো. কর্ণেল আবু সাঈদ ১৮টি গরু আটকের সত্যতা স্বীকার করে বলেন, বিজিবি নিয়মিত ভাবে চোরাচালান বন্ধে অভিযান পরিচালনা করে আসছে। তারই অংশ হিসাবে ১৮টি গরু আটক করা হয়েছে। বিষয়টি কাষ্টম কর্মকর্তাদের জানানো হয়েছে তাদের উপস্থিতিতে নিলামে বিক্রয় করা হবে।