দিরাইয়ে দু’পক্ষের সংঘর্ষে আহত ৩০

8

দিরাই থেকে সংবাদদাতা :
দিরাই উপজেলার ভাটিপাড়া ইউনিয়নের আলীনগর গ্রামে বাড়ির রাস্তায় বেড়া দেওয়াকে কেন্দ্র করে আবুল খায়ের ও নুরুল আমিনের লোকজনের মধ্যে সংঘর্ষে উভয় পক্ষের প্রায় ৩০/৪০ জন আহত হয়েছে। সোমবার দুপুর ১২ টায় উভয় পক্ষের মধ্যে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় আবুল খায়েরের পক্ষের আহতরা হলেন আবুল খায়ের পক্ষের আহতরা হলেন আবুল কাশেম (৫২), নজরুল, (৪০), সালেক, (৬০), ছফিননুর (৩২), আমিন নেছা (৬৫), সাদেক (৪০), রাজীব (২৩), সমছুন নেছা (৬৫), আব্দুল খায়ের (৬৫), সাদ্দাম (৩২)। নুরুল আমিনের লোকজনের মধ্যে সংঘর্ষে আহতরা হলেন মোসাহিদ (৪০) নুরুল আমিন (৬০), জুলেন (৪৫), হাবিজনুর (৩৮), আশিক নুর (৫০), আজিজুর (৫২), তাইজ উদ্দিন (৫০), হীরক (১৮), হাসিদ নুর (৪০), হাসেদা বেগম (৬০), হাসেন (৩২), আজেদ (৫০), লাল ময়না (৪০)।
এলাকাবাসী সূত্রে জানা যায় আবুল খায়ের গংদের ঘর থেকে বের হওয়ার একমাত্র রাস্তায় নুরুল আমিনের লোকজন বেড়া দেওয়াকে কেন্দ্র করে গত কয়েকদিন ধরে উত্তেজনা বিরাজ করছে। এ নিয়ে আশেপাশের গ্রামের বিচারকগণ আপসে মীমাংসা করার চেষ্টা চালানোর জন্য মিলিত হন। একপর্যায়ে দশের পক্ষ থেকে কয়েকজন সরেজমিনে জায়গায় দেখতে আসেন এবং রাস্তার বেড়া তুলে নেওয়ার অনুরোধ জানান। এক পর্যায়ে রাস্তার বেড়া তুলে নেওয়া হলে নুরুল আমিনের লোকজনের আপত্তি দিলে কথা কাটাকাটি শুরু হলে দশের লোকজন চলে যান। এরপর দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষের ঘটনায় ঘটে ঘণ্টাব্যাপী রক্তক্ষয়ী সংঘর্ষের ঘটনায় উভয়পক্ষের নারীসহ ৩০/৪০ জন আহত হয়েছে। ঘটনার সংবাদ পেয়ে দিরাই থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে। আহতদের দিরাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে। গুরুতর আহতদের সিলেটে ওসমানি মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।