কানাইঘাট পৌর আ’লীগের সম্মেলনে শফিক চৌধুরী ॥ তৃণমূলের কর্মীরাই হচ্ছে আ’লীগের প্রাণ

16

কানাইঘাট থেকে সংবাদদাতা :
সিলেট জেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক সাবেক সংসদ সদস্য আলহাজ¦ শফিকুর রহমান চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার দৃঢ় নেতৃত্বের কারণে আওয়ামী লীগ এখন গণমানুষের সংগঠনে পরিণত হয়েছে। এই আওয়ামী লীগকে আর কোন অপশক্তি ষড়যন্ত্র করে ক্ষমতাচ্যুত করতে পারবে না। তিনি আরো বলেন, তৃণমূলের কর্মীরাই হচ্ছে সংগঠনের মূল শক্তি, তাই তৃণমূল থেকে নেতৃত্ব বিকশিত হোক এটা দলের নেতাকর্মীদের প্রত্যাশা। দলীয় সভানেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে দলকে ঢেলে সাজানোর জন্য সারাদেশের ন্যায় সিলেট জেলার প্রতিটি ইউনিটে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করা হচ্ছে। সব ধরনের ভেদাভেদ ভুলে গিয়ে কাউন্সিলরের মাধ্যমে যে নেতৃত্ব বেরিয়ে আসবে তা আমাদের সবাইকে মেনে নেওয়ার আহ্বান জানান তিনি। শফিকুর রহমান চৌধুরী মঙ্গলবার কানাইঘাট পৌর শহরের আল-রিয়াদ কমিউনিটি সেন্টারে কানাইঘাট পৌর আওয়ামী লীগের ত্রি-বার্ষিক সম্মেলনে প্রধান অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন। পৌর আওয়ামী লীগের আহ্বায়ক জামাল উদ্দিনের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক নাজমুল ইসলাম হারুনের পরিচালনায় সম্মেলনে প্রধান বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি বীরমুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, বিশেষ বক্তার বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলী দুলাল, যুব ও ক্রীড়া বিষয়ক সম্পাদক এডভোকেট রনজিত সরকার, সংস্কৃতিক বিষয়ক সম্পাদক এমাদ উদ্দিন মানিক, উপ-দপ্তর সম্পাদক জগলু চৌধুরী, উপ-প্রচার ও প্রকাশনা সম্পাদক আলহাজ¦ মস্তাক আহমদ পলাশ, সদস্য এডঃ বদরুল ইসলাম জাহাঙ্গির, কানাইঘাট উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ¦ আব্দুল মুমিন চৌধুরী, উপজেলা আওয়ামী লীগের আহ্বায়ক লুৎফুর রহমান, সদস্য সচিব অধ্যক্ষ সিরাজুল ইসলাম সহ জেলা উপজেলার বেশ কিছু নেতাকর্মী সম্মেলনে বক্তব্য রাখেন।
এদিকে জেলা ও উপজেলা আওয়ামীলীগের নেতৃবৃন্দের উপস্থিতিতে গতকাল মঙ্গলবার কানাইঘাট পৌর আওয়ামীলীগের ত্রি-বার্ষিক কাউন্সিল অনুষ্ঠিত হয়। কাউন্সিলরদের প্রত্যক্ষ ভোটে সভাপতি পদে কেএইচএম আব্দুল্লাহ ও সাধারণ সম্পাদক পদে খাজা শামীম আহমদ শাহীন নির্বাচিত হয়েছেন। সম্মেলনে সভাপতি পদে ২জন ও সাধারণ সম্পাদক পদে ৩জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। কাউন্সিলে ১৯১ জন ভোটারের মধ্যে ১৯০ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেন। রাত ৯টায় ভোটের ফলাফল ঘোষণা করেন, সিলেট জেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক ও কানাইঘাট আওয়ামীলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা মোহাম্মদ আলী দুলাল। পরোক্ষ ভোটে সভাপতি পদে পৌর আওয়ামীলীগের বিলুপ্ত কমিটির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কেএইচএম আব্দুল্লাহ ৯৯ ভোট পেয়ে বিজয়ী হন। তার নিকটতম অপর সভাপতি প্রার্থী চিত্রশিল্পী ভানু লাল দাস পেয়েছেন ৮৮ ভোট। সাধারণ সম্পাদক পদে সাবেক ছাত্রলীগ নেতা খাজা শামীম আহমদ শাহীন পেয়েছেন ৯০ ভোট। তার নিকটতম অপর দুই প্রার্থী খলিলুর রহমান ৮৩ ও আজমল হোসেন ১৭ ভোট পেয়েছেন।