কুরআনের সুমহান বাণীকে তৃষ্ণার্ত হৃদয়ে পৌঁছে দিতে হবে – মাওলানা লুৎফুর রহমান হুমায়দী

17

শাহজালাল জামেয়া ইসলামিয়া কামিল মাদরাসা পাঠানটুলার অধ্যক্ষ প্রখ্যাত আলেমে দ্বীন প্রিন্সিপাল মাওলানা লুৎফুর রহমান হুমায়দী বলেছেন, মানবতার মুক্তি সনদ মহাগ্রন্থ আল কুরআন হচ্ছে মুসলিম উম্মাহর পথ প্রদর্শক। সমাজে ইনসাফ প্রতিষ্ঠার শিক্ষা দেয় আল কুরআন। তাই কুরআনের সুমহান বাণী তৃষ্ণার্ত হৃদয়ে সুনিপুণভাবে পৌছে দিতে হবে। তাহলে দেশ, জাতি, সমাজ ও রাষ্ট্র উপকৃত হবে। কুরআনের শিক্ষা ও এর অনুসরণ ছাড়া সমাজে শান্তি প্রতিষ্ঠা সম্ভব নয়। এক্ষেত্রে উলামায়ে কেরাম মুদারিরসগণকে অগ্রণী ভূমিকা পালন করতে হবে।
তিনি গতকাল আন্জুমানে খেদমতে কুরআন সিলেট আয়োজিত মুদাররিস প্রশিক্ষণ কর্মশালায় প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন। আন্জুমানে খেদমতে কুরআন সিলেটের সহ-সভাপতি হাফিজ আব্দুল হাই হারুনের সভাপতিত্বে ও সেক্রেটারী হাফিজ মাওলানা মিফতাহুদ্দীনের পরিচালনায় অনুষ্ঠিত প্রশিক্ষণ কর্মশালায় বেশ সংখ্যক আলেম মুদাররিস অংশগ্রহণ করেন।
কর্মশালায় আলোচনা পেশ করেন, বিশিষ্ট আলেমে দ্বীন হযরত মাওলানা ওলীউর রহমান সিরাজী, হযরত মাওলানা মাহমুদুর রহমান দিলোয়ার, হাফিজ মাওলানা মাহবুবুর রহমান ও মাওলানা শায়খ সাঈদ নুরুজ্জামান আল-মাদানী।
অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মাওলানা খলীলুর রহমান, মাওলানা মুজিবুর রহমান, মাওলানা গিয়াস উদ্দিন, হাফিজ মাওলানা আতিকুর রহমান, ডা: মাওলানা মঈন উদ্দিন, হাফিজ মাওলানা সৈয়দ আব্দুল আহাদ, মাওলানা আব্দুল লতিফ, ক্বারী আবুল হাসনাত বেলাল, মাওলানা জয়নাল আবেদীন, মাওলানা শাহ মাহমুদুল হক, মাওলানা আশরাফ আলী ও ক্বারী আব্দুল বাছিত মিলন প্রমুখ। বিজ্ঞপ্তি