সিলেট চেম্বারের আসন্ন নির্বাচনকে সামনে রেখে ভোট কেন্দ্র পরিদর্শন

15
সিলেট চেম্বারের নির্বাচন সামনে রেখে কেন্দ্র পরিদর্শন করছেন চেম্বার প্রশাসক আসাদ উদ্দিন আহমদ সহ অন্যান্যরা।

১৫ সেপ্টেম্বর রবিবার সিলেট চেম্বার এর পরিচালনা পরিষদের ২০১৯-২০২১ সাল মেয়াদের নির্বাচনের ভোট কেন্দ্র পরিদর্শন করে নিরাপত্তাজনিত বিষয়াদি পর্যবেক্ষণ করেন সিলেট চেম্বার এর প্রশাসক আসাদ উদ্দিন আহমদ, সিলেট মেট্রোপলিটন পুলিশের উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ, পিপিএম, সিলেট কোতোয়ালী মডেল থানার অফিসার ইনচার্জ মোঃ সেলিম মিয়া, সিলেট চেম্বারের নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান ও নির্বাচন বোর্ডের সদস্য এডভোকেট সৈয়দ শামীম আহমদ, এডভোকেট মোঃ জুনেল আহমদ, সিলেট চেম্বারের সচিব গোলাম আক্তার ফারুক, কর্মকর্তাবৃন্দ প্রমুখ।
এদিকে সিলেট চেম্বার এর ২০১৯-২০২১ সাল মেয়াদের নির্বাচনের ভোটারদের ভোটার আইডি কার্ড বিতরণ চলছে। যেসব ভোটারগণ এখনও ভোটার আইডি কার্ড সংগ্রহ করেননি তাদেরকে আগামী ১৯ সেপ্টেম্বর ২০১৯ইং তারিখের মধ্যে চেম্বার কার্যালয় থেকে অফিস চলাকালীণ সময়ে নিজ নিজ সদস্য আইডি কার্ড প্রদর্শনপূর্বক ভোটার আইডি কার্ড সংগ্রহের জন্য অনুরোধ জানিয়েছেন নির্বাচন বোর্ডের চেয়ারম্যান এডভোকেট মোঃ নাসির উদ্দিন খান। ভোটার আইডি কার্ড ব্যতিত কোন ভোটার ভোট প্রদান করতে পারবেন না। বিজ্ঞপ্তি