প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠানে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জজ ॥ দ্রুত সময়ে নির্ভুলভাবে জনগণকে সেবা প্রদান করুন

8
সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করছেন সিলেট চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক মোঃ আবুল কাশেম।

সিলেট চীফ মেট্রোপলিটন আদালতের উদ্যোগে আয়োজিত চারদিনের প্রশিক্ষণ সম্পন্ন হয়েছে। আদালতে কর্মরত কর্মচারীদের কর্মক্ষেত্রে দক্ষতা অর্জনের জন্য এই প্রশিক্ষণের আয়োজন করা হয়। গতকাল বেলা সাড়ে ৩টায় সিলেট চীফ জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের সম্মেলন কক্ষে প্রশিক্ষণার্থীদের মধ্যে সনদ বিতরণ করা হয়। সিলেট চীফ মেট্রোপলিটন আদালতের বিচারক মোঃ আবুল কাশেমের সভাপতিত্বে সমাপনি অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের জেলা জজ মোঃ মোহিতুল হক এনাম চৌধুরী বলেন, আদালতে কর্মরত কর্মচারীদের এই প্রশিক্ষণটি তাদের কর্মক্ষেত্রে বিশেষ ভূমিকা রাখবে। প্রজাতন্ত্রের কর্মচারী হিসেবে আমাদেরকে জনগণের কল্যাণে সততা এবং দক্ষতার সাথে কাজ করে যেতে হবে। একজন কর্মচারীকে কেবল সৎ হলে চলবে না, তার সঙ্গে অবশ্যই দক্ষতা অর্জন করতে হবে। তাহলে তার কাজ আরও সুন্দর হবে। কাজে দক্ষ না হলে নির্ভুলভাবে সেবা প্রদান করা কোন ভাবেই সম্ভব নয়। এ সময় তিনি দ্রুততম সময়ে নির্ভুলভাবে জনগণকে সেবা প্রদানের জন্য প্রশিক্ষণ লব্ধ জ্ঞানকে কাজে লাগানোর জন্য আদালতে সকল কর্মচারীগণকে নির্দেশ দেন। এছাড়াও সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে বিভাগীয় স্পেশাল জজ শেখ আশফাকুর রহমান বলেন, কর্মক্ষেত্রে জ্ঞান অর্জনে প্রশিক্ষণের কোন বিকল্প নাই। যেযত বেশী জ্ঞান অর্জন করতে পারবে সে ততটাই কর্মক্ষেত্রে দক্ষতা অর্জন করতে পারবে। আদালতে কর্মরত সকল কর্মচারীগণ তাদের নিজ নিজ কর্মক্ষেত্রের সাথে সংশ্লিষ্ট আইন সমূহ নিয়ে অধিক চর্চার নির্দেশ তিনি। সভাপতির বক্তব্যে সিলেট চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতের বিচারক মোঃ আবুল কাশেম বলেন, আদালত জনগণের আশার শেষ আশ্রয়স্থল। জনগণের এই শেষ আশ্রয়স্থলের প্রতি তাদের আস্থা ও বিশ্বাসকে সমুন্নত রাখার দায়িত্ব কেবল বিচারকদের একা নয়। এই দায়িত্ব ভার আদালতের সহায়ক কর্মচারীদের উপরও রয়েছে। তিনি আশাবাদ ব্যক্ত করে বলেন, উক্ত প্রশিক্ষণ কর্মসূচীর মাধ্যমে আদালতের কর্মচারীগণ পূর্বের চেয়ে আরও অধিক দক্ষতার সাথে তাদের নিজ নিজ কার্য সম্পাদনে সক্ষম হবেন। চারদিনের প্রশিক্ষণ কর্মশালায় চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেসীর সকল ম্যাজিস্ট্রেটগণের পাশাপাশি সিলেট মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট মোঃ জিয়াদুর রহমান প্রশিক্ষণ কর্মশালায় পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। বিজ্ঞপ্তি