বিশ্বনাথে বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্ণামেন্টের খেলোয়াড় বাছাই শুরু

15
বিশ্বনাথে বেলুন উড়িয়ে অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন করছেন প্রধান অতিথি সহ সকল অতিথিরা।

বিশ্বনাথ থেকে সংবাদদাতা :
জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হওয়ার প্রত্যয় নিয়ে বিশ্বনাথে খেলোয়াড় বাছাই শুরু হলো অনূর্ধ্ব-১৭ বঙ্গবন্ধু গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের। উপজেলার ৮ ইউনয়িনের ৮টি দলের অংশগ্রহণে চ্যাম্পিয়ন দলগুলো থেকে ১৮জন খেলোয়াড়কে বছাই করার পর জেলা পর্যায়ে তারা উপজেলা ফুটবল দলের হয়ে খেলবেন। গতকাল বুধবার দুপুরে উপজেলার ধীতপুরস্থ শেখ রাসেল মিনি স্টেডিয়ামে উদ্বোধনী খেলায় লামাকাজী ইউনিয়ন ফুটবল দল ০২-০১ গোলে খাজাঞ্চী ইউনিয়ন ফুটবল দলকে হারিয়ে উদ্বোধনী ম্যাচে বিজয়ী হয়। এরআগে বেলুন উড়িয়ে খলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক এমপি ও সিলেট জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব শফিকুর রহমান চৌধুরী।
উপজেলা নির্বাহী কর্মকর্তা ও উপজেলা ক্রীড়া সংস্থার সভাপতি বর্ণালী পালের সভাপতিত্বে এবং ধারাভাষ্যকার একেএম তুহেম ও মোহাম্মদ আলী লিটনের যৌথ পরিচালনায় সভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আলহাজ্ব পংকি খান, এসিল্যান্ড ফাতেমা-তুজ-জোহরা, থানার ওসি শামীম মুসা, বিশ্বনাথ ইউনিয়নের চেয়ারম্যান ছয়ফুল হক, হাজী মফিজ আলী বালিকা উচ্চ বিদ্যালয় এন্ড কলেজের অধ্যক্ষ নেহারুন নেছা, রামপাশা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এডভোকেট মোহাম্মদ আলমগীর। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন রামসুন্দর সরকারি অগ্রগামী মডেল উচ্চ বিদ্যালয়ের সহকারী শিক্ষক নাজমুল ইসলাম।