পুলিশের বাধায় মিছিল শুরুই করতে পারেনি সুনামগঞ্জ জেলা বিএনপি

12

সুনামগঞ্জ থেকে সংবাদদাতা :
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সুনামগঞ্জ জেলা বিএনপির কার্যালয়ে শত শত নেতা কর্মী জড়োহতে থাকেন সকাল থেকেই। নেতা কর্মীর ভীল যত বাড়তে থাকে রাস্তায় পুলিশের পরিমানও সে হারে বাড়তে থাকে।
রবিবার সকালে জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন মিলন ও সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নুরুলের নেতৃত্বে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে একটি র‌্যালীর প্রস্তুতি নেওয়া হয়। নেতাকর্মী দলীয় কার্যালয় থেকে জোয়াহের রাজা ট্রেড সেন্টার পর্যন্ত দাড়িয়ে শ্লোগান শুরু করলে পুলিশ তাতে বাঁধা দেয়। পুলিশ বাঁধার কারণে মিছিল থেকেই দলীয় কার্যালয়েরে সামনে বিক্ষোভ সমাবেশ করা হয়।
জেলা বিএনপির সাধারণ সম্পাদক নরুল ইসলাম নুরুলের পরিচালনায় সমাবেশে বক্তব্য রাখেন, জেলা বিএনপির সভাপতি কলিম উদ্দিন আহমেদ মিলন, সহ সভাপতি ওয়াকিফুর রহমান গিলমান, দপ্তর সম্পাদক জামাল উদ্দিন বাকের, জেলা ছাত্রদলের সভাপতি রায়হান উদ্দিন প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, অবৈধ সরকার মিথ্যা মামলা দিয়ে দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে জেলে বন্ধী করে রেখেছে, ডিজিটাল বাকশালের কারণে মিছিল মিটিং করতে পারছি না আমরা। শান্তিপূর্ণ মিছিলে পুলিশ বাধা দিচ্ছে। এরপরও হাজার হাজার নেতা কর্মী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে প্রতিষ্ঠাবার্ষিকীর দিনে রাজপথে নেমে আসায় তাদের অভিনন্দন। সমাবেশ থেখে অবিলম্বে বেগম খালেদা জিয়ার মুক্তি চাওয়া হয়েছে।
সমাবেশ শেষে বিএনপি’র ৪১তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে কেক কাটেন বিএনপির নেতারা।