তুহিন হত্যার বিচারের দাবিতে মানববন্ধন, সড়ক অবরোধ

7

স্টাফ রিপোর্টার :
অতর্কিত সন্ত্রাসী হামলায় নিহত সিলেটের ঐতিহ্যবাহী মুরারিচাঁদ (এমসি) কলেজের বিএসএস (পাস) শিক্ষার্থী তানভীর হোসেন তুহিন এর হত্যাকারীদের দ্রুত গ্রেফতার ও ফাঁসির দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। এছাড়া সড়কও অবরোধ করা হয়। গতকাল মঙ্গলবার দুপুরে কলেজের প্রধান ফটকের সামনে মানববন্ধন পালন করা হয়।
এসময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ, শিক্ষক পরিষদ সম্পাদক তোতিউর রহমান প্রমুখ।
মোহনা সাংস্কৃতিক সংগঠনের সহ-সাধারণ সম্পাদক এমএইচবি শাহরিয়ারের সঞ্চালনায় এতে তুহিনের বন্ধু, বোন, চাচাসহ কলেজ প্রশাসনের শিক্ষকবৃন্দসহ সাধারণ শিক্ষার্থীরা বক্তব্য রাখেন। মানববন্ধনে এমসি কলেজের অধ্যক্ষ প্রফেসর নিতাই চন্দ্র চন্দ একাত্মতা পোষণ করে দায়ীদের সুষ্ঠু বিচার দাবি করেন। মানববন্ধনে কলেজের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দসহ বিপুল সংখ্যক সাধারণ শিক্ষার্থী অংশ নেন। এসময় তারা প্রায় আধাঘণ্টা সড়ক অবরোধ করে রাখেন। এতে কলেজের সামনের তামাবিল সড়কে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।