সুরমা-কুশিয়ারা নদীর পানি বিপদসীমার ওপর দিয়ে প্রবাহিত

21

স্টাফ রিপোর্টার :
উজান থেকে নেমে আসা পাহাড়ী ঢল ও বৃষ্টিপাতের কারনে সিলেটের সুরমা ও কুশিয়ারা নদীর পানি এখানো বিপদ সীমার ওপর দিয়ে পানি প্রবাহিত হচ্ছে। গতকাল বুধবার পানি উন্নয়ন বোর্ড সিলেটের কন্ট্রোলরুমের তথ্যানুসারে, বুধবার সকাল ৬টায় কানাইঘাট পয়েন্টে সুরমা নদীর পানি বিপদসীমার ৭৮ সেন্টিমিটার ও সকাল ৯টায় বিপদসীমার ৮৩ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে।
সিলেট সদর পয়েন্টে সুরমার পানি সকাল ৬টায় ৭ সেন্টিমিটার ও সকাল ৯টায় বিপদসীমার ৮ সেন্টিমিটার, কুশিয়ারা নদীর পানি শেওলা পয়েন্টে সকাল ৬টায় ৩০ সেন্টিমিটার ও সকাল ৯টায় বিপদসীমার ৩২ সেন্টিমিটার এবং শেরপুর পয়েন্টে কুশিয়ারার পানি সকাল ৬টা ও ৯টায় বিপদসীমার ২৮ সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছিল।